নিয়োগের ১০ কোটি টাকা ঢুকেছে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে, আদালতে জানাল ED

ED: লিপস অ্যান্ড বাউন্ডসের পকেটে প্রাথমিক নিয়োগ দুর্নীতির ১০ কোটির বেশি অঙ্কের টাকা ঢুকেছে, সে তথ্য ইডি ইতিমধ্যেই আদালতকে জানিয়েছে। তার মধ্যে ৭ কোটি ৪৭ লক্ষ টাকা ইডি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে।

নিয়োগের ১০ কোটি টাকা ঢুকেছে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে, আদালতে জানাল ED
সুজয়কৃষ্ণ ভদ্রImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 25, 2024 | 1:01 PM

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে ইডি তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন, ঘুরপথে নিয়োগ দুর্নীতির টাকা ঢুকেছে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে। সেই অঙ্ক নেহাতই কম নয়। ১০ কোটিরও বেশি। নতুন করে ২ কোটি ৭০ লক্ষ টাকার অস্থাবর সম্পত্তির হদিশও পেয়েছে ইডি। এই টাকা বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে।

লিপস অ্যান্ড বাউন্ডসের পকেটে প্রাথমিক নিয়োগ দুর্নীতির ১০ কোটির বেশি অঙ্কের টাকা ঢুকেছে, সে তথ্য ইডি ইতিমধ্যেই আদালতকে জানিয়েছে। তার মধ্যে ৭ কোটি ৪৭ লক্ষ টাকা ইডি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে। বাকি ২ কোটি ৭০ লক্ষ টাকার হদিশ তাঁরা পেয়েছেন। সেই টাকা বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে। অস্থাবর সম্পত্তি, অর্থাৎ এই সংস্থার একটি বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট ছিল। যে অ্যাকাউন্টটি মূল অ্যাকাউন্ট হিসাবেই ধরত এই সংস্থা। সেখানেই বাকি ২ কোটি ৭০ লক্ষ টাকার হদিশ মিলেছে বলে তদন্তকারীরা আদালতে জানিয়েছেন। এই সংস্থার মাধ্য়মে কালো টাকা সাদা করা হত। সংস্থার বিভিন্ন জিনিস কেনা বাবদ এই টাকা ব্যবহৃত হত।

নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে ইডির চার্জশিটে।  শুধুমাত্র খাতায় কলমে ব্যবসা হওয়া সত্ত্বেও এক সাইকেল সংস্থা সহ চারটি সংস্থার থেকে কয়েক কোটি টাকা কীভাবে পেল সংস্থাটি, সে উত্তর খুঁজছে ইডি।