সইফের উপর আক্রমণ, বলিউডে তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন এড়ালেন শাহিদ
Shahid Kapoor: সাংবাদিক বৈঠকের পর চায়ের টেবিলে বসে কলকাতার সাংবাদিকদের সঙ্গে কথোপকথন করছিলেন তিনি। তাঁর পাশেই ছিলেন ছবির নায়িকা পূজা হেগড়ে। শাহিদ ‘দেবা’-তে একজন পুলিশের চরিত্র করছেন। তাঁকে প্রশ্ন করা হল...
![সইফের উপর আক্রমণ, বলিউডে তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন এড়ালেন শাহিদ সইফের উপর আক্রমণ, বলিউডে তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন এড়ালেন শাহিদ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-29-at-11.04.40.jpeg?w=1280)
দিল্লি-তে ‘দেবা’ ছবির জন্য প্রচারে উপস্থিত ছিলেন বলিউডের তারকা শাহিদ কাপুর। সাংবাদিক বৈঠকের পর চায়ের টেবিলে বসে কলকাতার সাংবাদিকদের সঙ্গে কথোপকথন করছিলেন তিনি। তাঁর পাশেই ছিলেন ছবির নায়িকা পূজা হেগড়ে। শাহিদ ‘দেবা’-তে একজন পুলিশের চরিত্র করছেন। তাঁকে প্রশ্ন করা হল, ‘আপনি পুলিশের চরিত্র করছেন ‘দেবা’-তে। বলিউডের তারকাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপনার কী মত? শাহিদ এক মুহূর্ত না ভেবে বললেন, ‘একটা প্রশ্নের সূত্র ধরে কীভাবে এই প্রশ্নটায় চলে এলেন আপনারা! (এরপর নিজেই হেসে ফেললেন। তিনি রেগে গেলেন এমন নয়। তবে হাবেভাবে বুঝিয়ে দিলেন, সইফ আলি খানের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তাঁর মুখ থেকে কথা বের করার কাজটা সহজ নয়) এই ছবিতে আমি সিকিওরিটি গার্ডের চরিত্রে অভিনয় করছি না। এটাই আমার উত্তর।’
আগামী শুক্রবার মুক্তি পাবে ‘দেবা’। শাহিদ বলছিলেন, ‘যে কোনও ছবির শুটিং যখন করি, তখন বিষয়টা অত্যন্ত উপভোগ করি। তবে ছবি মুক্তির দু’ দিন আগে অবশ্যই টেনশন হয়’। ‘কবীর সিং’ সাম্প্রতিক সময়ে শাহিদের জীবনের ব্লকবাস্টার। এমন ব্লকবাস্টার নায়কদের সমস্যাতেও ফেলে দেয়। ‘দেবা’-তে ‘কবীর সিং’-এর কোনও প্রভাব আছে কিনা, এই প্রশ্নের উত্তরে শাহিদ বললেন, ‘’দেবা’ কবীর সিং নয়। এটা আমি গর্বের সঙ্গে বলছি। দু’টো আলাদা। এরকম নয় যে ‘কবীর সিং’-এর প্রসঙ্গ এলে আমি সেটা নেগেটিভভাবে দেখি। ‘দেবা’-র সঙ্গে ‘উড়তা পাঞ্জাব’-এর টমি সিং চরিত্রের তুলনাও করছেন অনেকে। আসলে ছবির এক ঝলক দেখলে ওরকম মনে হয়। তবে পুরো ছবিটা দেখলে ধারণা বদলাবে।’
বলিউডে এখন চর্চা তুঙ্গে সইফ আলি খান-করিনা কাপুরের বাড়িতে বাইরের লোক ঢুকে সইফকে আক্রমণ করার ব্যাপারে। শাহিদ করিনার প্রাক্তন। তাই শাহিদের ছবি মুক্তির আগে এমন প্রশ্নের মুখে পড়তে হলেও, বোল্ড না হয়ে বল মাঠের বাইরে পাঠালেন নায়ক।
![৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই ৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Untitled-design-3.jpg?w=670&ar=16:9)
![চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরির মালিক হয়েছেন কোন ক্রিকেটাররা? চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরির মালিক হয়েছেন কোন ক্রিকেটাররা?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Which-cricketer-score-most-century-in-ICC-Champions-Trophy-.jpg?w=670&ar=16:9)
![৫১% দম্পতিই বিশ্বাসঘাতক! পরকীয়ায় শীর্ষে কোন দেশ জানেন? ৫১% দম্পতিই বিশ্বাসঘাতক! পরকীয়ায় শীর্ষে কোন দেশ জানেন?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Which-country-has-highest-number-of-extramarital-affair.jpg?w=670&ar=16:9)
![প্রেমিকাকে মনের কথা বলে উঠতে পারছেন না? রবি ঠাকুরই কিন্তু হতে পারে উত্তর... প্রেমিকাকে মনের কথা বলে উঠতে পারছেন না? রবি ঠাকুরই কিন্তু হতে পারে উত্তর...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Rabindranath-Love-Quotes.jpg?w=670&ar=16:9)
![মহাকুম্ভের শেষ পুণ্য স্নান কখন? এই দিন কী ভাবে ব্রত পালন করলে টাকায় ভরবে জীবনে? মহাকুম্ভের শেষ পুণ্য স্নান কখন? এই দিন কী ভাবে ব্রত পালন করলে টাকায় ভরবে জীবনে?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Maha-Kumbh-Snan.jpg?w=670&ar=16:9)
![কিস ডে-তে সঙ্গীকে জাপটে ধরে খান চুমু, মিলবে হাজার উপকার কিস ডে-তে সঙ্গীকে জাপটে ধরে খান চুমু, মিলবে হাজার উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Kiss-Day-know-what-is-the-benefits-of-Kissing.jpg?w=670&ar=16:9)