Sandip Ghosh: দেড় ঘণ্টা ধরে অপেক্ষায় CBI, অবশেষে দেখা মিলল সন্দীপের! দরজা কি খুললেন?

Soma Das | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 25, 2024 | 8:34 AM

CBI Investigation: সন্দীপ ঘোষের বাড়ির বাইরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। বারংবার বাড়ির বেল বাজানো হলেও, এখনও কেউ দরজা খোলেননি। বাইরেই অপেক্ষায় সিবিআই।

Sandip Ghosh: দেড় ঘণ্টা ধরে অপেক্ষায় CBI, অবশেষে দেখা মিলল সন্দীপের! দরজা কি খুললেন?
অবশেষে দরজা খুললেন সন্দীপ ঘোষ।
Image Credit source: TV9 বাংলা

Follow Us

কলকাতা: সাতসকালেই অ্যাকশন মোডে সিবিআই (CBI)। আরজি কর কাণ্ডে তদন্তে নেমে সাতসকালেই ডঃ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বেলেঘাটার বাড়িতে পৌঁছে গেল সিবিআই। সন্দীপ ঘোষের বাড়ির বাইরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। বারংবার বাড়ির বেল বাজানো হলেও, এখনও কেউ দরজা খোলেননি। বাইরেই অপেক্ষায় সিবিআই। দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করার পর অবশেষে দেখা মিলল সন্দীপ ঘোষের। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন তিনি। অবশেষে সিবিআইয়ের প্রতিনিধি টিম ঢুকতে পারলেন সন্দীপ ঘোষের বাড়িতে।

জানা গিয়েছে, রবিবার ভোর ৬টা ৪৫ মিনিট নাগাদ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছে যান সিবিআই কর্তারা। মোট সাতজনের সিবিআই টিম গিয়েছেন। তবে দীর্ঘক্ষণ ধরে তাদের বাড়ির বাইরেই অপেক্ষা করতে হচ্ছে। বারংবার কলিং বেল বাজালেও, ভিতর থেকে কোনও সাড়া মেলেনি। দরজা খোলেননি কেউ। সিবিআই আধিকারিকদের বারবার ফোন করতেও দেখা যায়। নিরাপত্তারক্ষীদেরও প্রশ্ন করা হয়, গতকাল রাতে সন্দীপ ঘোষ বাড়িতে ফিরেছিলেন কি না?

দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা পর, সকাল ৮টা নাগাদ দরজা খোলেন খোদ সন্দীপ ঘোষ। কার্যত অবাক চোখেই তিনি তাকিয়ে থাকেন কিছুক্ষণ। এরপর আবার ভিতরে চলে যান। ৫ মিনিট পর সিবিআইয়ের দুই আধিকারিক এলে দরজা খোলেন সন্দীপ ঘোষ। বাড়িতে ঢুকতে পারেন সিবিআই আধিকারিকরা। সিবিআই আধিকারিকদের হাতে  রয়েছে ফাইল। বাড়ির বাইরে মোতায়েন রয়েছে সিআরপিএফ।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

 

সূত্রের খবর, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তেই সন্দীপ ঘোষের বাড়িতে হাজির হয়েছে সিবিআই। তিলোত্তমা হত্যাকাণ্ডের পাশাপাশি এই আর্থিক দুর্নীতির তদন্তভারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দেওয়া হয়েছে। গতকালও সিবিআই তলব করেছিল আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে। টানা ১২ ঘণ্টার জেরার পর রাত সাড়ে ৯টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বের হন সন্দীপ ঘোষ। এই নিয়ে নয়দিন জেরা করা হল সন্দীপ ঘোষকে।

 

Next Article