CBSE Examinee: লিভারের জটিল রোগ নিয়েও পরীক্ষা জয়ের সংকল্প! হাসপাতাল থেকে গ্রিন করিডরে CBSE পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছাল পুলিশ

সিজার মণ্ডল | Edited By: সায়নী জোয়ারদার

Feb 27, 2023 | 5:11 PM

CBSE Examinee: "হলে কী হবে, পরীক্ষা দেওয়ার দৃঢ়সঙ্কল্প তার। হাসপাতালের বেডে শুয়ে শুয়েই তাই বাবার কাছে আর্জি, "যে করে হোক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দাও।"

CBSE Examinee: লিভারের জটিল রোগ নিয়েও পরীক্ষা জয়ের সংকল্প! হাসপাতাল থেকে গ্রিন করিডরে CBSE পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছাল পুলিশ
গ্রিন করিডরে হাসপাতাল থেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিচ্ছে পুলিশ

Follow Us

কলকাতা: লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শয্যাশায়ী। সেই অবস্থাতেও CBSE দশম পরীক্ষা দিতে চায় ছাত্র।
শেষ পর্যন্ত কলকাতা পুলিশের সাহায্য হাসপাতাল থেকে পরীক্ষার হলে পৌঁছে দিল পুলিশ। আবার পরীক্ষা শেষে হাসপাতালে গ্রিন করিডর করে ফিরিয়ে আনল। এবছর দশম শ্রেণির সিবিএসই পরীক্ষা দিচ্ছে সাউথ পয়েন্ট হাই স্কুলের ছাত্র ও কসবা এলাকার বাসিন্দা সৌম্যাশিস দত্ত। সোমবার থেকে শুরু হয়েছে পরীক্ষা। কিন্তু গত ২২ ফেব্রুয়ারি থেকে লিভারের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয় সৌম্যাশিস। হলে কী হবে, পরীক্ষা দেওয়ার দৃঢ়সঙ্কল্প তার। হাসপাতালের বেডে শুয়ে শুয়েই তাই বাবার কাছে আর্জি, “যে করে হোক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দাও।”

বাবা স্নেহাশিস দত্ত উপায়ান্তর না দেখে যোগাযোগ করেন কসবা ট্রাফিক গার্ডের ওসি ইনস্পেকটর অমরেশ ঘোষের সঙ্গে। কোনওভাবে কী ছেলেকে বাইপাসের ধারে হাসপাতাল থেকে বালিগঞ্জে তার স্কুলে পৌঁছে দেওয়া যায়? এক কথায় রাজি হয়ে যান ইনসপেক্টর অমরেশ ঘোষ। সাউথ ইস্ট ট্রাফিক গার্ডের ইনস্পেকটর আশিস রায়ের ওপর দায়িত্ব পড়ে। পাইলট সমেত ‘গ্রিন করিডর’ বেয়ে সৌম্যাশিসকে স্কুলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

রাসবিহারি কানেক্টর-এর গ্রিন করিডর ধরে ১০ মিনিটের মধ্যে স্কুলে একটি অ্যাম্বুলেন্সে করে পৌঁছে যায় সৌম্যাশিস। পরপর পাইলট হিসেবে সঙ্গ দেন কসবা ট্রাফিক গার্ডের সার্জেন্ট সুজয় কুমার সাহা ও সাউথ ইস্ট ট্রাফিক গার্ডের সার্জেন্ট দেবজ্যোতি বিশ্বাস। সৌম্যাশিসের মনের জোর এবং সঙ্কল্পকে কুর্নিশ। অসুস্থ ছেলেটি পরীক্ষার পর আবার রুবি হাসপাতালে ফিরে গেছে। তার বাবাও অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। তার সুস্থতা কামনা করে TV9 বাংলা।

Next Article