কলকাতা: ফের পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাকটেট সরানোর জন্য নির্দেশিকা জারি করল সেন্ট্রাল মেডিক্যাল স্টোর। রাজ্যের সবকটি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র থেকে অবিলম্বে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরএল সরানোর নির্দেশ। মজুত স্টক সরানো না হলে এখনই সেই কাজ করার নির্দেশ।
সরানো হল কি না তা রিপোর্ট পাঠিয়ে জানাতেও বলল সিএমএস।
জানা যাচ্ছে, বিতর্কিত এই রিঙ্গার ল্যাকটেট বন্ধ রাখার জন্য নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য ভবন। তবে সেই খবর জানার পরও বিভিন্ন জেলার যারা সিএমওএইচ রয়েছে, তাঁদের দাবি, এই নির্দেশিকা তাঁরা এখনও পাননি। এমনকী রিঙ্গার ল্যাকটেটের বিকল্প কী হবে তা নিয়ে তাঁরা উদ্বিগ্ন ছিলেন। এরপর আজ সেন্ট্রাল মেডিক্যালের তরফে বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট ভাষায় জানানো হল, আপাতত পশ্চিমবঙ্গে কোনও ফার্মাসিউটিক্যালে এই রিঙ্গার ল্যাকটেট ব্যবহার করা যাবে না। সেগুলো যদি স্টকে মজুতও থাকে তাহলেও ওয়ার্ড থেকে সরিয়ে ফেলতে হবে। সেগুলিকে সিলড জায়াগায় রাখতে হবে।
এ দিন, স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য়সচিব সেন্ট্রাল মেডিক্যালসের আধিকারিকদের ডেকে পাঠিয়েছিলেন। কীভাবে বিকল্প স্যালাইন ব্যবহার করা হবে, কোন কোম্পানির স্যালাইন ব্যবহৃত হবে, এর জন্য কত টাকাই বা খরচ হবে। এই সব নিয়ে একটি বৈঠক হয়।