কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ। বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্যের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নারী সমাজকে অপমান করেছেন মালব্য। অভিযোগ চন্দ্রিমার।
বস্তুত, গত শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে একটি টুইট করেন বিজেপি নেতা। তাঁর অভিযোগ ছিল, ভোটের প্রচারে জনসভা বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রীকে আপত্তিকর মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। তবে সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি ৯ বাংলা।
এরপর আজ গড়িয়াহাট থানায় অভিযোগ জানান চন্দ্রিমা। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী তথা নারী সমাজকে অপমান করেছেন অমিত। চন্দ্রিমা বলেছেন, “অমিত মালব্যর বিরুদ্ধে অভিযোগ করেছি। উনি আমাদের নেত্রীর বক্তব্যকে বিকৃত করেছেন। একজন মেয়ে ও বাংলার মা হিসাবে আমি লজ্জা বোধ করছি। আমাদের নেত্রীকে সবাই জানেন। আর সবাই জানেন তিনি কী সংস্কৃতি বিশ্বাস করেন। সেই কারণেই তিনবার বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। সুতরাং এই ভাবে তিনি টুইট করেছেন। ওই শব্দটার ইংরেজি করলে কি শুদ্ধ হয়ে যায় নাকি? এই জন্যই আমরা বলি বহিরাগতর দল এখানে আসেছে।”