Chhath Puja 2023: ছট পুজোয় এবার ঘাটে-ঘাটে উপস্থিত থাকবে ‘অভিষেকের দূত’

সৌরভ গুহ | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 18, 2023 | 6:56 PM

Abhishek Banerjee: ১৭ নভেম্বর শুক্রবার থেকে শুরু হয়েছে ছটপুজো। চলবে টানা চারদিন। ছটপুজোয় যাতে পুণ্যার্থীদের কোনও সমস্যা না হয় সেই দিকটি খেয়াল রাখতে মাঠে নামছে 'অভিষেকের দূত'। বি গার্ডেন, রামকৃষ্ণপুর ঘাট, নমক গোলা ঘাট, বেলুড় জগন্নাথ ঘাট সহ মোট ১০০ টির বেশি ঘাটে উপস্থিত থাকবেন এই দূতরা।

Chhath Puja 2023: ছট পুজোয় এবার ঘাটে-ঘাটে উপস্থিত থাকবে অভিষেকের দূত
ছট পুজোতে এবার ঘাটে-ঘাটে উপস্থিত থাকবে 'অভিষেকের দূত'
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: পঞ্চায়েত ভোটের সময় ‘অভিষেকের দূত’ নামে বিশেষ কর্মসূচির ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, এবার ছট পুজোর সময়ও সেই ‘দূত’রা নামতে চলেছেন ময়দানে।

১৭ নভেম্বর শুক্রবার থেকে শুরু হয়েছে ছটপুজো। চলবে টানা চারদিন। ছটপুজোয় যাতে পুণ্যার্থীদের কোনও সমস্যা না হয় সেই দিকটি খেয়াল রাখতে মাঠে নামছে ‘অভিষেকের দূত’। বি গার্ডেন, রামকৃষ্ণপুর ঘাট, নমক গোলা ঘাট, বেলুড় জগন্নাথ ঘাট সহ মোট ১০০ টির বেশি ঘাটে উপস্থিত থাকবেন এই দূতরা। পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় তার খেয়াল রাখবেন তাঁরা। আর এই দূতদের নেতৃত্বে থাকবেন কৈলাস মিশ্র। পুণ্যার্থীদের জন্য ঘাটে-ঘাটে বসানো হবে সাহায্য কেন্দ্র।

উল্লেখ্য, এর আগে ‘দিদিকে বলো’ কর্মসূচি চালু করা হয়েছিল। যেখানে সাধারণ মানুষ ফোন করে নিজেদের সমস্যার কথা জানাতে পারতেন। পরবর্তীতে অভিষেককে ফোনও চালু হয়েছিল। টোল ফ্রি নম্বরে ফোন করে শুরুতে যেখানে সমস্যার কথা জানাতে পারতেন ডায়মন্ড হারবারের মানুষজন।

রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, সামনেই লোকসভা ভোট। বিজেপিকে পর্যুদস্ত করতে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ঘাসফুল শিবির। তাই লোকসভা ভোটের আগে জনসংযোগে নতুন করে জোর দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে দলের তরফে। এ দিকে, অবাঙলি ভোটের সংখ্যা বাড়াতে ছটপুজোর থেকে ভাল উৎসব নেই বললেই চলে। তাই অবাঙালি ভোটারদের মন পেতে তৃণমূলের এই জনসংযোগ বলেই মনে করছেন রাজনীতিবিদদের একাংশ।

Next Article