Chief Minister Mamata Banerjee: মার্চেই লন্ডন যেতে পারেন মমতা, সামনেই বড় ঘোষণা?

Chief Minister Mamata Banerjee: প্রসঙ্গত, ২০২৩ সালের নভেম্বরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রো ভাইস চ্যান্সেলার জোনাথন মিচি মুখ্যমন্ত্রীকে আমন্ত্রন জানিয়েছিলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আসার কথাও বলেছিলেন।

Chief Minister Mamata Banerjee: মার্চেই লন্ডন যেতে পারেন মমতা, সামনেই বড় ঘোষণা?
মমতা বন্দ্যোপাধ্যায় Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jan 07, 2025 | 2:30 PM

কলকাতা: মার্চের তৃতীয় সপ্তাহে লন্ডন যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ড ইউনির্ভার্সিটি অ্যালুমনি অ্যাসোসিয়েশন সূত্রের খবর, মার্চের ২৪ থেকে ২৬ এর মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রীর ভাষণ দেওযার কথা। আগেই এসেছে আমন্ত্রণ। অ্যাসোসিয়েশনের এক সদস্যের কথায়, দেশের খুব কম রাজ্যের প্রধান এই সম্মান পেয়েছেন। 

প্রসঙ্গত, ২০২৩ সালের নভেম্বরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রো ভাইস চ্যান্সেলার জোনাথন মিচি মুখ্যমন্ত্রীকে আমন্ত্রন জানিয়েছিলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আসার কথাও বলেছিলেন। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রনের কথা ওই সম্মেলন থেকে প্রকাশ্যে ঘোষণা করেছিলেন। সেই আমন্ত্রণ মুখ্যমন্ত্রী গ্রহণও করেছিলেন। 

এই খবরটিও পড়ুন

সেই সময় মিচি জানিয়েছিলেন, ‘আমরা মমতা বন্দ্যোপাধ্যাযের লড়াই এবং সাফল্যের কথা বিশ্ববিদ্যালয়ের মঞ্চে শুনতে চাই। তাই এই আমন্ত্রণ জানিয়ে গেলাম।’ পরবর্তীতে জুন মাসে মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা থাকলেও নানা কারণে তা হয়নি। এখন দেখার মার্চে যদি মমতা অক্সফোর্ডে যান সেখান থেকে শেষ পর্যন্ত তিনি কী বার্তা দেন। প্রসঙ্গত, বছর ঘুরলেই বাংলায় বিধানসভা ভোট। এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে তৃণমূল। তাঁর আগে দলের সুপ্রিমোর লন্ডন সফর বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছেন রাজনীতির কারবারিরা।