CIRCULAR RAILWAY TRAINS: মহালয়ার দিন ট্রেনের সূচিতে বড় বদল, বিজ্ঞপ্তি প্রকাশ রেলের

CIRCULAR RAILWAY TRAINS: শনিবার মহালয়া। অর্থাৎ পিতৃপক্ষের অবসান। ওই দিন বহু মানুষ গঙ্গায় পূর্ব পুরুষের নামে তর্পণ করেন। এবার খামতি পড়বে না সেই রীতিতে। আর মহালয়া মানেই পুজোর শুরুর দিন। এই মহালয়ায় বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।

CIRCULAR RAILWAY TRAINS: মহালয়ার দিন ট্রেনের সূচিতে বড় বদল, বিজ্ঞপ্তি প্রকাশ রেলের
লোকাল ট্রেন (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 14, 2023 | 8:10 AM

কলকাতা: মহালয়া দিনই ট্রেনের সূচিতে বড়সড় রদবদল করল রেল। মহালয়া অর্থাৎ পিতৃপক্ষের অবসানের দিন বহু মানুষ গঙ্গায় পূর্ব পুরুষের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে তর্পণ করেন। সে কারণেই চক্ররেলের সময়সূচিতে বদল আনা হয়েছে। ১৪ অক্টোবর অর্থাৎ শনিবার বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের বদলে অন্য সময়ে চালানো হবে। তর্পণের সময় গঙ্গার ধার দিয়ে যাতে কোনও ট্রেন না যায়, সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল। মূলত ভোর ৪টে থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ট্রেনগুলির সময় বদল হচ্ছে।

একনজরে সময় বদলের তালিকা

১. ৬ জোড়া ট্রেনের ট্রেন কলকাতা স্টেশন থেকে ছাড়বে ও কলকাতা স্টেশনেই থামবে। ট্রেনগুলির গতিপথ সংক্ষিপ্ত করা হবে।

২. তিন জোড়া ট্রেন শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে। সেগুলির গতিপথ ঘুরিয়ে দেওয়া হবে ও গতিপথ সংক্ষিপ্ত করা হবে।

৩. আরও তিন জোড়া ট্রেন বালিগঞ্জ স্টেশন থেকে ছেড়ে ওই স্টেশনেই থামবে। বালিগঞ্জ-কাঁকুড়গাছি রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হবে ওই তিন জোড়া ট্রেন।

৪. দুটি ট্রেন মাঝেরহাট যাবে কাঁকুড়গাছি রোড-বালিগঞ্জ হয়ে ঘুরে যাবে।

৫. ৩০৪১২, ৩০৪১৬, ৩০৪১১, ৩০৪৫১- এই চারটি ট্রেন বাতিল করা হয়েছে।

৬. ৩০১৩৫ মাঝেরহাট-রানাঘাট স্পেশাল ট্রেন মাঝেরহাট স্টেশন ছাড়বে শনিবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে। বালিগঞ্জ জংশন হয়ে ঘুরে যাবে ট্রেনটি। রবিবার থেকে আবার স্বাভাবিক সময়ে ট্রেন যাতায়াত করবে।