Mamata Banerjee: ‘এটা মাথায় রেখে কাজ করতে হবে’, মন্ত্রীদের ডেকে বিশেষ বার্তা মমতার

Mamata Banerjee Meeting: ভোটে যে সব জায়গায় ফল তুলনামূলকভাবে খারাপ হয়েছে, সেই সব এলাকার মন্ত্রীর নাম ধরে ধরে বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই সব মন্ত্রীদের নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী বলেছেন, 'মানুষের পাশে যেতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে। না হলে ভোটে জেতা যাবে না। আগামী দিনে এটা মাথায় রেখে কাজ করতে হবে।'

Mamata Banerjee: 'এটা মাথায় রেখে কাজ করতে হবে', মন্ত্রীদের ডেকে বিশেষ বার্তা মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jun 26, 2024 | 4:43 PM

কলকাতা: লোকসভা ভোটে বাংলায় তৃণমূলের ব্যাপক সাফল্যের পর বুধবার মমতার মন্ত্রিসভার প্রথম বৈঠক। সূত্রের খবর, ক্যাবিনেট বৈঠকের পরে বৈঠকের একেবারে শেষের দিকে উঠে আসে লোকসভা ভোটের ফলাফলের প্রসঙ্গ। বাংলা থেকে এবার আসন আরও বাড়িয়েছে তৃণমূল। ৪২টি আসনের মধ্যে ২৯টি লোকসভা কেন্দ্রের দখল নিয়েছে ঘাসফুল শিবির। তবে যে সব জায়গায় ফল তুলনামূলকভাবে খারাপ হয়েছে, সেই সব এলাকার মন্ত্রীর নাম ধরে ধরে বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই সব মন্ত্রীদের নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘মানুষের পাশে যেতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে। না হলে ভোটে জেতা যাবে না। আগামী দিনে এটা মাথায় রেখে কাজ করতে হবে।’

উল্লেখ্য, এবারের লোকসভা ভোটে তৃণমূলের সাফল্য এলেও বেশ কিছু পকেটের রেজাল্ট ঘাসফুল শিবিরকে হতাশ করেছে বলেই কানাঘুষো তৃণমূলের অন্দরমহলে। বিশেষ করে শহরাঞ্চলের ভোটব্যাঙ্কের ফলাফল নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে। ‘ফ্ল্যাটের ভোট’ ও ‘ঝুপড়ির ভোট’ নিয়ে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের সাম্প্রতিক এক মন্তব্য সেই বিতর্কে আরও ঘৃতাহুতি করেছে। এসবের মধ্যেই বুধবার ক্যাবিনেট বৈঠকের শেষে মন্ত্রীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর এই বার্তা স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

লোকসভা ভোট পরবর্তী সময়ে গত সোমবারই ঝালদা, তাহেরপুর বাদে বাকি সব পুরসভাগুলিকে নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেও মন্ত্রী-বিধায়ক থেকে শুরু করে আমলা, কেউই বাদ যাননি মুখ্যমন্ত্রীর ‘বকাবকি’ থেকে।