CM Mamata Banerjee: আমার মা মোহনবাগান, দাদা ইস্টবেঙ্গল, আমি মহামেডান স্পোর্টিংও করি : মমতা

CM Mamata Banerjee: এদিন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে নবনির্মিত ক্লাব তাঁবুর উদ্বোধন অনুষ্ঠানে এসে কমনওয়েলথে সোনাজয়ী অচিন্ত্যকে ৫ লক্ষ টাকা, ব্রোঞ্জ জয়ী সৌরভকে ২ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেন মমতা। 

CM Mamata Banerjee: আমার মা মোহনবাগান, দাদা ইস্টবেঙ্গল, আমি মহামেডান স্পোর্টিংও করি : মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2022 | 6:44 PM

কলকাতা: বুধবার মোহনবাগান (Mohun Bagan) অ্যাথলেটিক ক্লাবে নবনির্মিত ক্লাব তাঁবুর উদ্বোধন অনুষ্ঠানে এসে ক্লাবের ভূয়সী প্রশংসা করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee)। এদিন মমতা বলেন, “ক্লাবগুলোকে কেন্দ্র করে খেলাধুলা, সংস্কৃতি সব হয়। মোহনবাগানের তুলনা সে নিজেই। মোহনবাগানের মাটি সোনার চেয়েও খাঁটি।” মমতা আরও বলেন, “মোহনবাগানের কথা মনে পড়লে আমার মায়ের কথা মনে পড়ে। অনেকেই হয়তো জানেন না। পেলে এসেছিল খেলতে। সাড়া বাংলা উথাল পাথাল হয়ে গিয়েছিল। আর আমার মা মোহনবাগানের খেলা হলেই আমার মা রেডিও নিয়ে বসে যেত, আর কালীঘাটে পুজো পাঠাত। এখন তো দেখি আমার দাদা ইস্ট বেঙ্গল করে। আমার মা মোহনবাগানকে সমর্থন করত। আর মহামেডান স্পোর্টিংয়ের কেউ নেই বলে আমি মহামেডান স্পোর্টিং করি।”

অন্যদিকে মোহনবাগান ক্লাবের উন্নয়নের জন্য ৫০ লক্ষ টাকার অনুদানেরও ঘোষণা করতে দেখা যায় মমতাকে। যা নিয়েও বর্তমানে ব্যাপক উন্মাদনা দেখতে পাওয়া গিয়েছে মোহনবাগান সমর্থকদের মধ্যে। অন্যদিকে কমনওয়েলথ গেমসে ইতিমধ্যেই জয়ে বড় নজির গড়েছে বাংলাও। ভারত্তলোনে সোনা জিতেছেন অচিন্ত্য শিউলি। স্কোয়াশ সিঙ্গলসে সৌরভ ঘোষাল জিতেছেন ব্রোঞ্জ। এদিন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে নবনির্মিত ক্লাব তাঁবুর উদ্বোধন অনুষ্ঠানে এসে অচিন্ত্যকে ৫ লক্ষ টাকা, সৌরভকে ২ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেন মমতা। 

তবে এদিন রাজ্য়ের ছোট ক্লাবগুলিরও পাশে থাকার বার্তা দিতে দেখা যায় মমতাকে। এদিন মমতা আরও বলেন, “যে সমস্ত ছোট ছোট ক্লাবগুলির কেউ নেই। কিন্তু হৃদয় আছে, ভালবাসা আছে। ছোট থেকে শুরু করে যাঁরা বড় হতে চায় জীবনে। তাঁদের সকলের জন্য মন প্রাণ দিয়ে উপলব্ধি করি। খেলা হবে কেন বলেছিলাম জানেন? জীবনটাই তো খেলার। জন্ম হবে জানি, মৃত্যু কবে জানি না। যতদিন বেঁচে থাকব, জীবনটাই জীবন সংগ্রামের পথে খেলতে খেলতে কেটে যাবে। বাংলায় নবজাগরণের জন্ম। স্বাধীনতার জন্ম। মোহনবাগানের ইতিহাস কেউ ভুলবে না। এই ক্লাবের খেলোয়াড়রা খালি পায়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এ কথা কেউ ভুলে যাবে না। একদিকে দেশের আন্দোলন হয়েছে,মোহনবাগান খেলার মধ্যে দিয়ে দেশের আন্দোলনটা, জাতীয়তাবোধটা লোকের মধ্যে পৌঁছে দিয়েছে। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে আমি আপনাদের সকলকে স্যালুট জানাই।”