Mamata Banerjee on Deucha pachami: ‘আগামী দিনে বিদ্যুতের দাম কমবে…’, পুরোটা বিস্তারিত বললেন মমতা

সৌরভ গুহ | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 12, 2025 | 6:31 PM

Mamata Banerjee on Deucha pachami: এ দিন মুখ্যমন্ত্রী বলেন, “দেউচা পচামির জন্য যাদের জমি নেওয়া হয়েছে তাঁদের কর্মসংস্থান ইতিমধ্যে করে দিয়েছি। অনেক ছেলে মেয়ে হোমগার্ডের চাকরি পেয়েছে।” তিনি এও বলেন, “এখন আমাদের জমিতে কাজ হচ্ছে। যাঁরা জমি দিতে চাইবেন আমরা নেব। এবং তাঁর জন্য আমরা ক্ষতিপূরণ দেব।”

Mamata Banerjee on Deucha pachami: আগামী দিনে বিদ্যুতের দাম কমবে..., পুরোটা বিস্তারিত বললেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ফোটো)
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: গরমকালে লোডশেডিংয়ে নাজেহাল হতে হয়। তবে আগামী প্রজন্ম যাতে একশো বছরে এই কষ্ট ভোগ না করে সেই কারণে বড় উদ্য়োগ রাজ্য সরকারের। ‘দেউচা পচামি’-র হাত ধরে লোডশেডিংয়ের সমস্যার সমাধান হবে। শুধু তাই নয়, ভবিষ্যত প্রজন্মেরও কর্মসংস্থান হবে বলে আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দিন মুখ্যমন্ত্রী বলেন, “দেউচা পচামির জন্য যাদের জমি নেওয়া হয়েছে তাঁদের কর্মসংস্থান ইতিমধ্যে করে দিয়েছি। অনেক ছেলে মেয়ে হোমগার্ডের চাকরি পেয়েছে।” তিনি এও বলেন, “এখন আমাদের জমিতে কাজ হচ্ছে। যাঁরা জমি দিতে চাইবেন আমরা নেব। এবং তাঁর জন্য আমরা ক্ষতিপূরণ দেব।”

এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, এটি গোটা বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম কয়লা শিল্প। আগামী জেনারেশনের সুবিধা হবে। একশো বছর তাদের যাতে লোডশেডিং ফেস করতে না হয়…এবং বিদ্যুতের দাম যাতে না বাড়ে। স্বল্প মূল্যে যাতে বিদ্যুত পান তাই এই প্রোজেক্ট তৈরি করছি।” তিনি আরও বলেন, “ওইখান থেকে যে কয়লা পাব, তাতে একশো বছরে যে বিদ্যুৎ উৎপাদন হবে তার জন্য আগামী দিনে বিদ্যুতের দাম কমবে।”

Next Article