কলকাতা: কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling) সিবিআইয়ের ডাকে সাড়া দেয়নি অনুপ মাজি ওরফে লালা (Coal Smuggler Lala)। তবে কেন্দ্রীয় গোয়েন্দাদের একডাকেই সাড়া দিল লালার ডানহাত। প্রথম দিনেই সিবিআই জেরায় বিস্ফোরক নীরজ সিংহ। সিবিআই সূত্রে খবর, কলকাতায় প্রভাবশালীদের কাছে কয়লা পাচারের টাকা পৌঁছে দেওয়ার কথা স্বীকার করেছে নীরজ। কাদের কাছে পৌঁছে যেত টাকা তার তালিকাও সিবিআইকে দিয়েছে বলে খবর। এবার সেই প্রভাবশালীদের বিরুদ্ধে আরও তথ্য সংগ্রহ করার কাজ শুরু করল কেন্দ্রীয় গোয়েন্দারা।
নীরজের হাজিরায় একদিকে যেমন চাপ বাড়ল লালার, পাশাপাশি লালার ‘পে-রোলে’ থাকা প্রভাবশালীদেরও চাপ বাড়ল। কারণ, তাদের মোটা টাকা দিয়েই সাম্রাজ্য বিস্তার করেছিল লালা।
আরও পড়ুন: ৯০ বার লালাকে হাতেনাতে ধরে ফেলার ‘অপরাধে’ চরম শাস্তি পান ইসিএল কর্তা
মঙ্গলবার সকাল ১১ টায় নীরজকে নিজাম প্লেসে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার অফিসে হাজিরা দিতে বলা হলেও এদিন বিকেলের দিকে সিবিআই গোয়েন্দাদের মুখোমুখি হয় সে। সিবিআই জেরার কয়লা পাচার চক্রে লালা ও প্রভাবশালীদের ‘মিডল-ম্যান’ হিসেবে কাজ করার কথা স্বীকার করার পাশাপাশি কীভাবে পৌঁছে দিত সেই টাকা, তাও জানিয়েছে নীরাজ। তার স্বীকারোক্তি, লালার দূত মারফত তার কাছে পৌঁছে যেত মোটা টাকা। তারপর নিজের মোটর বাইকে করে লালার ‘পে-রোলে’ থাকা প্রভাবশালীদের ঠিকানায় পৌঁছে দিতে হত টাকা ভর্তি ব্যাগ।
কাদের কাছে যেত টাকা?
সিবিআইকে নীরাজ জানিয়েছে, ইসিএলের কিছু কর্তা ছাড়াও কলকাতায় একাধিক রাজনৈতিক ব্যক্তিদের কাছে টাকা পৌঁছে দেওয়াই তার কাজ ছিল। পাশাপাশি উভয়ের মধ্যে বার্তা আদান-প্রদানও করতে হত। এই কাজের জন্য মোটা টাকা দিত লালা।
সিবিআই সূত্রে খবর, এদিন নীরাজের বয়ান রেকর্ড করা হয়েছে। তাকে ফের জেরার জন্য ডাকা হতে পারে। প্রয়োজনে লালার সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করবে গোয়েন্দারা।