Coal Smuggling Case: ইডি-র সমনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে অভিষেক-শ্যালিকা, আজই শুনানি

Coal Smuggling Case: অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নোটিস পাঠিয়েছে ইডি। আগামী শুক্রবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।

Coal Smuggling Case: ইডি-র সমনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে অভিষেক-শ্যালিকা, আজই শুনানি
কলকাতা হাইকোর্ট
Follow Us:
| Updated on: Aug 30, 2022 | 1:34 PM

কলকাতা: কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকে নোটিস ইডির। ইডির নোটিস চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মেনকা গম্ভীর। ইডি সূত্রে খবর, কয়লা পাচার মামলায় দ্বিতীয় বার নোটিস পাঠানো হয়েছিল তাঁকে। দুপুর আড়াইটায় মামলার শুনানি। বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের একক বেঞ্চে শুনানি হবে।

সোমবারই কয়লা পাচার মামলায় মেনকা গম্ভীরকে নোটিস পাঠিয়েছে ইডি। ৫ সেপ্টেম্বর তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইডি-র সমনকে পাল্টা চ্যালেঞ্জ করে দিল্লি আদালতের দ্বারস্থ হয়েছেন মেনকা গম্ভীর।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নোটিস পাঠিয়েছে ইডি। আগামী শুক্রবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি থেকে বিশেষ টিম আসছে। তবে ইডির সমনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি মামলা দায়ের করেছেন মেনকা গম্ভীর। মঙ্গলবারই সেই মামলার শুনানি রয়েছে।

কেন নজরে মেনকা?

গত বছরেই কেন্দ্রীয় তদন্তকারীদের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় অভিষেকের শ্যালিকাকে। বিদেশের অ্যাকাউন্টে আর্থিক লেনদেন, ব্যবসা ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে চান তদন্তকারীরা। সূত্রের খবর, সে সময়ে তদন্তকারীদের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তারই ভিত্তিতে আবারও মেনকাকে জেরা করতে চান ইডি আধিকারিকরা।

২০২১ সালে পঞ্চসায়েরের অভিজাত আবাসন, যেখানে মেনকা থাকেন, সেখানে গিয়েই কেন্দ্রীয় গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেন। টানা আড়াই ঘণ্টা সেবারে তদন্তকারীরা সেখানে ছিলেন। এবার পাল্টা মেনকা গম্ভীরকেও দফতরে এসে হাজিরা দেওয়ার নির্দেশ দিল ইডি। আর্থিক অনিয়ম সংক্রান্ত নানা বিষয়ে প্রশ্ন করতেই তাঁকে তলব করা হয়েছে।

যদিও এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্বকেই খাঁড়া করেছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “ছাত্র পরিষদের মহা সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর আবার তাঁকে ইডির তলব, এটাই প্রমাণ করে তৃণমূলকে বিজেপি কতটা ভয় পায়। তারা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করছে।” এদিনের শুনানিতে হাইকোর্ট কী নির্দেশ দেয়, সেটাই এবার দেখার।