Uttarkashi Tunnel Collapsed: উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে বাংলার ৩ শ্রমিকও, উদ্ধারকাজ নিয়ে খোঁজ নিলেন শুভেন্দু

Uttarakhand: গত রবিবার রাতে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে জাতীয় সড়কের উপরে একটি নির্মীয়মাণ সুড়ঙ্গের মুখে ধস নামে। প্রায় ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। তাঁরা আটকে পড়েন। সোমবার সকাল থেকে শুরু হয় উদ্ধারকাজ। তবে এখনও অবধি কারও খোঁজ মেলেনি বলেই খবর।

Uttarkashi Tunnel Collapsed: উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে বাংলার ৩ শ্রমিকও, উদ্ধারকাজ নিয়ে খোঁজ নিলেন শুভেন্দু
শুভেন্দু অধিকারীImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2023 | 9:42 PM

কলকাতা: উত্তরাখণ্ডের উত্তরকাশীতে নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস। তাতেই আটকে পড়েন প্রায় ৪০ জন শ্রমিক। সেই তালিকায় বাংলার ৩ জন শ্রমিক রয়েছেন বলে এক্স হ্যান্ডেলে লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার রাতে এক্স হ্যান্ডেলে শুভেন্দু লেখেন, ‘আমি উত্তরাখণ্ড সরকারের সঙ্গে উদ্ধারকাজ নিয়ে কথা বলেছি। আমি জেনেছি সেনা ও এনডিআরএফ দিন রাত এক করে উদ্ধারকাজ চালাচ্ছে। আশা করছি খুব তাড়াতাড়ি উদ্ধারকাজ সম্পন্ন হবে।’

গত রবিবার রাতে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে জাতীয় সড়কের উপরে একটি নির্মীয়মাণ সুড়ঙ্গের মুখে ধস নামে। প্রায় ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। তাঁরা আটকে পড়েন। সোমবার সকাল থেকে শুরু হয় উদ্ধারকাজ। তবে এখনও অবধি কারও খোঁজ মেলেনি বলেই খবর।

তবে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, আটকে থাকা শ্রমিকদের পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। বিরোধী দলনেতা বলেন, আটকে থাকা শ্রমিকদের খোঁজ পাওয়া গিয়েছে। খাদ্য, জল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে বলেই জানানো হয়েছে। তালিকায় আছেন বাংলার জয়দেব প্রামাণিক, মণির তালুকদার ও সৌভিক পাখিরা।