Local Trains: চলতি সপ্তাহে চারদিন আংশিক বন্ধ চক্ররেল, ভোগান্তি এড়াতে এখনই দেখে নিন

Kali Puja: চলতি সপ্তাহে কালী প্রতিমা নিরঞ্জনের জন্য চার দিন চক্র রেল পরিষেবা আংশিক বিঘ্নিত হবে। সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতি... এই চারদিন বিকেল ৪টে থেকে পরের দিন সকাল ৭টা পর্যন্ত চক্র রেল পরিষেবা বন্ধ রাখা হবে কালী প্রতিমা নিরঞ্জনের জন্য।

Local Trains: চলতি সপ্তাহে চারদিন আংশিক বন্ধ চক্ররেল, ভোগান্তি এড়াতে এখনই দেখে নিন
চক্ররেলImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2023 | 9:32 PM

কলকাতা: কালীপুজোর মরশুমে ফের চক্ররেল পরিষেবা নিয়ন্ত্রণ করা হচ্ছে। চলতি সপ্তাহে কালী প্রতিমা নিরঞ্জনের জন্য চার দিন চক্র রেল পরিষেবা আংশিক বিঘ্নিত হবে। সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতি… এই চারদিন বিকেল ৪টে থেকে পরের দিন সকাল ৭টা পর্যন্ত চক্র রেল পরিষেবা বন্ধ রাখা হবে কালী প্রতিমা নিরঞ্জনের জন্য। উল্লেখ্য, চক্র রেলের লাইনের একটি বড় অংশ গিয়েছে গঙ্গার ধার বরাবর। সারি সারি গঙ্গার ঘাট রয়েছে রেল লাইনের ধারে। প্রতিমা নিরঞ্জনের জন্য এই দিনগুলিতে প্রচুর ভিড় হবে গঙ্গার ধারে। সেই কারণে এই চারদিন চক্র রেল পরিষেবা আংশিক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ওই সময়ের মধ্যে যে ট্রেনগুলি রয়েছে, সেগুলির জন্য বিকল্প ব্যবস্থা রাখা হচ্ছে। ৩০৩১২ এবং ৩০৩১৪ ট্রেন দু’টি কলকাতা স্টেশন পর্যন্ত যাবে। পাশাপাশি ৩০৩৩১ ও ৩০৩১৩ ট্রেনগুলি কলকাতা স্টেশন থেকে রওনা দেবে এই দিনগুলিতে। এছাড়া ৩০১২২, ৩০১২৩, ৩০১৫৪ ও ৩০১১১ ট্রেনগুলির যাত্রাপথ পরিবর্তন করে শিয়ালদহ (নর্থ) স্টেশন হয়ে চলাচল করবে।

৩০৭১১ ও ৩০৫৫২ ট্রেনগুলি নির্ধারিত যাত্রাপথের বদলে বালিগঞ্জ স্টেশন পর্যন্ত চলাচল করবে। ৩০১১২ ও ৩০৩১৭ ট্রেনগুলি কাঁকুড়গাছি রোড হয়ে বালিগঞ্জ পর্যন্ত চলাচল করবে এই চারদিন। পাশাপাশি ৩০৪১৬ ও ৩০৪৫১ ট্রেনগুলি মাজেরহাট স্টেশন পর্যন্ত চলাচল করবে। ৩০১৩৫ ও ৩০৩৫৩ ট্রেনগুলি বালিগঞ্জ হয়ে যাতায়াত করবে। এছাড়া ৩০৩৩২ ট্রেনটিও কাঁকুড়গাছি রোড হয়ে বালিগঞ্জ পর্যন্ত যাবে।

প্রসঙ্গত, এর আগে দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জনের জন্যও চক্ররেলের পরিষেবা আংশিকভাবে বন্ধ রাখা হয়েছিল। আর কালীপুজোর জন্যও চক্র রেল পরিষেবা আংশিক বন্ধ রাখা হচ্ছে।