কলকাতা: সীতারাম ইয়েচুরির প্রয়াণে বাম-ডান নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব শোকবার্তা জানিয়েছে এক্স হ্যান্ডেলে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক নেতা শোকবার্তা দিয়েছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘সীতারাম ইয়েচুরির মৃত্যুসংবাদ পেয়ে খুবই খারাপ লাগছে। জাতীয় রাজনীতিতে ওনার মতো বরিষ্ঠ সংসদ সদস্যের চলে যাওয়া বড় ক্ষতি। ওনার পরিবার, বন্ধু, সতীর্থদের প্রতি আমার সমবেদনা রইল।’
অন্যদিকে রাহুল গান্ধী লেখেন, ‘সীতারাম ইয়েচুরি একজন বন্ধু ছিলেন। তিনি ভারতের চেতনার রক্ষক, দেশ সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী। আমাদের মধ্যে যে দীর্ঘ আলোচনা হত, তা খুবই মিস করব।’ প্রয়াত সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির পরিবার, পরিজন, বন্ধুদের সমবেদনা জানান তিনি।
Sad to know that Sri Sitaram Yechury has passed away. I knew the veteran parliamentarian that he was and his demise will be a loss for the national politics.
I express my condolences to his family, friends and colleagues.
— Mamata Banerjee (@MamataOfficial) September 12, 2024
Sitaram Yechury ji was a friend.
A protector of the Idea of India with a deep understanding of our country.
I will miss the long discussions we used to have. My sincere condolences to his family, friends, and followers in this hour of grief. pic.twitter.com/6GUuWdmHFj
— Rahul Gandhi (@RahulGandhi) September 12, 2024
Sad to hear about the passing of veteran CPI(M) leader Sitaram Yechury Ji. While our political ideologies often clashed, I had the privilege of interacting with him during several opposition meetings over the last couple of years. His simplicity, profound understanding of public…
— Abhishek Banerjee (@abhishekaitc) September 12, 2024
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আমাদের রাজনৈতিক আদর্শগত তফাত থাকলেও আমি নিজেকে ভাগ্যবান মনে করি, বিরোধীদের মিটিং চলাকালীন একাধিকবার ওনার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি।’ ইয়েচুরির প্রজ্ঞা, সংসদীয় নীতি নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গির কথাও অভিষেককে তুলে আনেন স্মৃতিচারণে।