MLA Oath Taking: কবে শপথ সায়ন্তিকাদের? চিঠি আদান-প্রদানে বাড়ছে জটিলতা

MLA Oath Taking: এর আগেই বিধানসভার সচিবালয়ের তরফে দুই নব নির্বাচিত বিধায়কের শপথ নিয়ে রাজভবনে চিঠি পাঠানো হয়েছিল। বেশ কয়েকদিন পর তার জবাব যায় রাজভবন থেকে। তবে সচিবের কাছে পাঠানো চিঠিতে শপথ কবে, কীভাবে হবে, সেসব নিয়ে কোনও কিছু উল্লেখ করা হয়নি রাজভবনের তরফে।

MLA Oath Taking: কবে শপথ সায়ন্তিকাদের? চিঠি আদান-প্রদানে বাড়ছে জটিলতা
Image Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 22, 2024 | 9:14 AM

কলকাতা: রাজভবনের প্রশ্ন এড়িয়ে নাগরিক পরিষেবা ব্যহত হওয়ার প্রসঙ্গ তুলে পাল্টা চিঠি দিল বিধানসভা কর্তৃপক্ষ। জবাবি চিঠিতে বিধানসভা বলেছে, ‘রাজ্যপাল আপনি সাংবিধানিক প্রধান। শপথের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করুন।’ বরানগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানগোলার রেয়াত হোসেন- দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে চলছে টালবাহানা। তা নিয়েই এবার রাজভবনে গেল পাল্টা চিঠি।

বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রায় ১৫-১৬ দিন কেটে গিয়েছে। শপথ না হওয়ার জন্য ওই দুই এলাকায় নাগরিক পরিষেবা ব্যহত হচ্ছে বলে অভিযোগ শাসক দলের একাংশের। সেই শপথ গ্রহণ করানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে অনুরোধ করেছে বিধানসভা। রাজভবন চিঠি দিয়ে যা জানতে চেয়েছিল, তার উত্তর এড়িয়ে গিয়েছে বিধানসভা কর্তৃপক্ষ। ফলে দুই নতুন বিধায়কের শপথ ঘিরে জটিলতা অব্যহত।

উল্লেখ্য, এর আগেই বিধানসভার সচিবালয়ের তরফে দুই নব নির্বাচিত বিধায়কের শপথ নিয়ে রাজভবনে চিঠি পাঠানো হয়েছিল। বেশ কয়েকদিন পর তার জবাব যায় রাজভবন থেকে। তবে সচিবের কাছে পাঠানো চিঠিতে শপথ কবে, কীভাবে হবে, সেসব নিয়ে কোনও কিছু উল্লেখ করা হয়নি রাজভবনের তরফে।

বিধানসভার থেকে জানতে চাওয়া হয়েছে প্রবীণ বা সবথেকে পুরনো মহিলা বিধায়ক কে আছেন। এছাড়া তফসিলি জাতি (এসসি) ও তফসিলি জনজাতি (এস টি)-র প্রবীণ বিধায়ক কে আছেন, সেই প্রশ্নও রাখা হয়েছে। নবীন বিধায়কদের তালিকাও চেয়েছে রাজভবন। এই চিঠির সঙ্গে শপথের কী সম্পর্ক আছে কিছুই বুঝতে পারেনি বিধানসভা কর্তৃপক্ষ। বিষয়টি একবারেই ইতিবাচক নয় বলেই মত বিধানসভা কর্তৃপক্ষের।