Jadavpur University Convocation: জট কাটলেও পৌরহিত্যে হাতবদল, যাদবপুর সমাবর্তনে শুধুই ‘অতিথি’ বুদ্ধদেব

Supriyo Guha | Edited By: জয়দীপ দাস

Dec 24, 2023 | 12:24 PM

Jadavpur University Convocation: কোর্ট মিটিংয়ে ঠিক হয় উপাচার্যের উপস্থিতিতেই হবে সমাবর্তন অনুষ্ঠান। কোর্ট বৈঠকে সর্ব সম্মতিক্রমে নেওয়া হয় এই সিদ্ধান্ত। বৈঠক থাকে বেরিয়ে জানান রেজিস্ট্রার। তবে ভবিষ্যতে যাতে ডিগ্রি নিয়ে আইনি জটিলতা না হয়, তার জন্য একইসঙ্গে অনুষ্ঠান পরিচালনা করছেন সহ উপাচার্য অমিতাভ দত্ত।

Jadavpur University Convocation: জট কাটলেও পৌরহিত্যে হাতবদল, যাদবপুর সমাবর্তনে শুধুই অতিথি বুদ্ধদেব
চলছে সমাবর্তন
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: শনিবার রাতেই যাদবপুরের (Jadavpur) অন্তবর্তী উপচার্য বুদ্ধদেব সাউকে পদ থেকে সরিয়ে দিয়েছিলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। তাতেই রবিবারের সমাবর্তন নিয়ে তৈরি হয়ে গিয়েছিল চূড়ান্ত অনিশ্চয়তা। এদিকে আচার্যের অনুমতি ছাড়াই সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন আগেই হয়ে গিয়েছিল যাদবপুরে। কিন্তু, সমাবর্তনের কয়েক ঘন্টা আগে শনিবার রাতে উপাচার্য বুদ্ধদেব সাউকে সরিয়ে দেন আচার্য। পাল্টা উচ্চশিক্ষা দপ্তরের তরফে বুদ্ধদেব সাউকে বহাল রাখার সিদ্ধান্ত জানানো হয়। কিন্ত, সমাবর্তন আদৌ হবে কিনা! হলে কে পৌরহিত্য করবেন! সব কিছু নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। জট কাটাতে এদিনই তড়িঘড়ি কোর্ট মিটিং বসে যাদবপুরে। তাতেই শেষ পর্যন্ত ঠিক হয় সূচি মেনেই হবে সমাবর্তন। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকবেন বুদ্ধদেব সাউই। কোর্ট মিটিং থেকে বেরিয়ে নিজেই জানান এ কথা। তবে খানিক পরেই আবার বদলে যায় চিত্রটা।

সূত্রের খবর, কোর্ট মিটিংয়ে ঠিক হয় উপাচার্যের উপস্থিতিতেই হবে সমাবর্তন অনুষ্ঠান। কোর্ট বৈঠকে সর্ব সম্মতিক্রমে নেওয়া হয় এই সিদ্ধান্ত। বৈঠক থাকে বেরিয়ে জানান রেজিস্ট্রার। তবে ভবিষ্যতে যাতে ডিগ্রি নিয়ে আইনি জটিলতা না হয়, তার জন্য একইসঙ্গে অনুষ্ঠান পরিচালনা করছেন সহ উপাচার্য অমিতাভ দত্ত। উপাচার্য নিজে ঘোষণা করে অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব তুলে দেন সহ-উপাচার্যকে। উপাচার্যের স্বাক্ষর করা সার্টিফিকেট তুলে হচ্ছে ছাত্র-ছাত্রীদের হতে। তবে সমাবর্তনে আসছেন না ইউজিসি চেয়ারম্যান। 

যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন বা জুটার (JUTA) সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, উপাচার্যের পদ নিয়ে যেহেতু জটিলতা তৈরি হয়ছে, এই পরিস্থিতে দাড়িয়ে সহ উপাচার্যকে সামনে রেখেই ডিগ্রি প্রদান হোক। ছাত্র-ছাত্রীদের ডিগ্রি প্রদান যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয় সেটা দেখা হবে। যদি পরবর্তীতে কোনও আইনি জটিলতা তৈরি হয় সেক্ষেত্রে সার্টিফিকেট বিশ্ববিদ্যালয়ের তরফে পরিবর্তন করে দেওয়া হবে। কোর্ট মিটিং চলাকালীন ডেপুটেশন দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনের তরফেও এমনটা জানানো হয় বলে খবর। 

Next Article