COVID Bulletin: রাজ্যে আরও কমল সংক্রমণ! চিন্তায় রাখছে দৈনিক মৃত্যু

Coronavirus cases in West Bengal: রাজ্যে নমুনা পরীক্ষার হারও গতকালের তুলনায় কিছুটা কমেছে। শেষ ২৪ ঘণ্টায় রাজ্য়ে ২৪ হাজার ৭৭৬ টি সোয়াবের নমুনা পরীক্ষা হয়েছে এ রাজ্যে। শেষ ২৪ ঘণ্টায় যে ২৩ জনের মৃত্য়ু হয়েছে তাদের মধ্যে ৯ জনই উত্তর ২৪ পরগনার।

COVID Bulletin: রাজ্যে আরও কমল সংক্রমণ! চিন্তায় রাখছে দৈনিক মৃত্যু
ছবি সৌজন্যে : PTI
Follow Us:
| Edited By: | Updated on: Feb 15, 2022 | 9:14 AM

কলকাতা :  গতকালের তুলনায় ফের কিছুটা কমল রাজ্যের দৈনিক করোনা (Coronavirus Cases in West Bengal) সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন (COVID Bulletin) অনুযায়ী রবিবার সকাল ৯ টা থেকে সোমবার সকাল ৯ টার মধ্যে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩২০ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৩ জনের। তবে রাজ্যে সুস্থতার হার প্রতিদিনই একটু একটু করে বাড়ছে। সোমবারের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী রাজ্য়ে সুস্থতার হার ৯৮.৩৮ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩১৪ জন। এদিকে রাজ্যে নমুনা পরীক্ষার হারও গতকালের তুলনায় কিছুটা কমেছে। শেষ ২৪ ঘণ্টায় রাজ্য়ে ২৪ হাজার ৭৭৬ টি সোয়াবের নমুনা পরীক্ষা হয়েছে এ রাজ্যে। শেষ ২৪ ঘণ্টায় যে ২৩ জনের মৃত্য়ু হয়েছে তাদের মধ্যে ৯ জনই উত্তর ২৪ পরগনার।

এক নজরে দেখে নেওয়া যাক রাজ্য়ের জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি –

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪০ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৯ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৯ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-১।

Corona Bulletin

জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি এক নজরে

কালিম্পং– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬০ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-২।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৯ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

মুর্শিদাবাদ–গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩২ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭১ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-০।

বীরভূম– গতকাল আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৮ জন। মৃত্যু: রবিবার-২, সোমবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-২।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-১।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪ জন। মৃত্যু: রবিবার-২, সোমবার-২।

হাওড়া– গতকাল আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫১ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৯ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-২।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৮৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৮ জন। মৃত্যু: রবিবার-২, সোমবার-৯।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৯ জন। মৃত্যু: রবিবার-২, সোমবার-০।

কলকাতা– গতকাল আক্রান্ত ৬২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১০ জন। মৃত্যু: রবিবার-১২, সোমবার-৪।

আরও পড়ুন: Karnataka Hijab Row: ‘আগে ওটা খোলো, তারপর ঢুকবে’, স্কুল খুলতেই ফের শুরু হিজাব বিতর্ক