জেলায় জেলায় সংক্রমণের ঢেউ, হাওড়া ও বর্ধমানে বাড়ছে মৃত্যু, করোনার করাল থাবা বাংলায়

ঋদ্ধীশ দত্ত |

May 20, 2021 | 8:17 PM

করোনার করাল প্রভাব প্রত্যেকটি জেলায় যে কমবেশি পড়েছে, তা স্বাস্থ্য দফতরের দৈনিক করোনা বুলেটিন থেকেই স্পষ্ট।

জেলায় জেলায় সংক্রমণের ঢেউ, হাওড়া ও বর্ধমানে বাড়ছে মৃত্যু, করোনার করাল থাবা বাংলায়
অলঙ্করণ- অভীক দেবনাথ

Follow Us

লাগামছাড়া করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল বাংলা। প্রথম ঢেউয়ের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর পরিস্থিতি। হু হু করে বাড়ছে সংক্রমণ। একইসঙ্গে ঊর্ধ্বমুখী মারণ-গ্রাফও। শহর পেরিয়ে গ্রামবাংলার অলিন্দেও হানা দিয়েছে এই অদৃশ্য শত্রু। করোনার করাল প্রভাব প্রত্যেকটি জেলায় যে কমবেশি পড়েছে, তা স্বাস্থ্য দফতরের দৈনিক করোনা বুলেটিন থেকেই স্পষ্ট। সংক্রমণের সামগ্রিক ছবিটা প্রত্যেকদিন ধরা পড়লেও জেলায় জেলায় ঠিক কেমন, তা অনেক সময় আড়ালেই থেকে যায়।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৬ জন। সুস্থ হয়েছেন ১২০ জন। গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

কোচবিহার- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬২ জন। সুস্থ হয়েছেন ২৪৪ জন। গত একদিনে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

দার্জিলিং- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৯৭ জন। সুস্থ হয়েছেন ৬৩৪ জন। গত একদিনে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

কালিম্পং- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৭ জন। সুস্থ হয়েছেন ৬৬ জন। গত একদিনে করোনায় করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

জলপাইগুড়ি- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১১ জন। সুস্থ হয়েছেন ৩২০ জন। গত একদিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

উত্তর দিনাজপুর- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০১ জন। সুস্থ হয়েছেন ২৪৬ জন। গত একদিনে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

দক্ষিণ দিনাজপুর- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩২ জন। সুস্থ হয়েছেন ১৬৭ জন। গত একদিনে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

মালদহ- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪৭ জন। সুস্থ হয়েছেন ২৯০ জন। গত একদিনে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে মালদায়।

মুর্শিদাবাদ- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০১ জন। সুস্থ হয়েছেন ৪৪২ জন। গত একদিনে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

নদিয়া- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৫২ জন। সুস্থ হয়েছেন ৯৮৪ জন। গত একদিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

বীরভূম- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯৮ জন। সুস্থ হয়েছেন ৫৪৫ জন। গত একদিনে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

পুরুলিয়া- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৩ জন। সুস্থ হয়েছেন ১৯৩ জন। গত একদিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

বাঁকুড়া- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৮৪ জন। সুস্থ হয়েছেন ৪৪৮ জন। গত একদিনে করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

ঝাড়গ্রাম- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮২ জন। সুস্থ হয়েছেন ১৫০ জন। গত একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

পশ্চিম মেদিনীপুর- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬২৯ জন। সুস্থ হয়েছেন ৭০১ জন। গত একদিনে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

পূর্ব মেদিনীপুর- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯২৪ জন। সুস্থ হয়েছেন ৭৬৩ জন। গত একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

পূর্ব বর্ধমান- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮৭ জন। সুস্থ হয়েছেন ৫৭৩ জন। গত একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

পশ্চিম বর্ধমান- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৪১ জন। সুস্থ হয়েছেন ৮৭৪ জন। গত একদিনে করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

হাওড়া- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,২৭৭ জন। সুস্থ হয়েছেন ১,২১৫ জন। গত একদিনে করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

হুগলি- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৫৪ জন। সুস্থ হয়েছেন ১,১১৩ জন। গত একদিনে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

উত্তর ২৪ পরগনা- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪,১১৮ জন। সুস্থ হয়েছেন ৩,৯৩৪ জন। গত একদিনে করোনায় ৩৭ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

দক্ষিণ ২৪ পরগনা- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,২৮৭ জন। সুস্থ হয়েছেন ১,১৮২ জন। গত একদিনে করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

কলকাতা- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,৪৬১ জন। সুস্থ হয়েছেন ৩,৭৩৩ জন। গত একদিনে করোনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

অন্যদিকে, বৃহস্পতিবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯১ জন। মৃত্যু হয়েছে ১৬২ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ১৮ হাজার ৯১০ জন।

Next Article