AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Partha Chatterjee: CBI তদন্ত করে যাবে আর পার্থ গালে হাত দিয়ে বসে থাকবে? প্রশ্ন উঠল আদালতে

Partha Chatterjee: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বিরুদ্ধে আবারও সরব হলেন পার্থর আইনজীবী বিপ্লব গোস্বামী। বিচারকের উদ্দেশে বললেন, 'প্রতিদিন একই জিনিস হচ্ছে । আমরা কী বলব, সিবিআই কী বলবে, সবই আপনি জানেন।'

Partha Chatterjee: CBI তদন্ত করে যাবে আর পার্থ গালে হাত দিয়ে বসে থাকবে? প্রশ্ন উঠল আদালতে
পার্থ চট্টোপাধ্যায়
| Edited By: | Updated on: May 08, 2023 | 6:37 PM
Share

কলকাতা: নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) সহ বাকিদের সোমবার পেশ করা হয়েছিল আলিপুর আদালতে। আর সেখানেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বিরুদ্ধে আবারও সরব হলেন পার্থর আইনজীবী বিপ্লব গোস্বামী। বিচারকের উদ্দেশে বললেন, ‘প্রতিদিন একই জিনিস হচ্ছে । আমরা কী বলব, সিবিআই কী বলবে, সবই আপনি জানেন।’ তিনি বলেন, যাঁদের তদন্তের অন্তর্ভুক্ত করা হচ্ছে না, তাঁরা এসএসসিতে এখনও কাজ করছেন। বেতনও পাচ্ছেন। তাঁরা বাইরে থাকলে তদন্ত যদি ঠিক মতোই হয়, তাহলে পার্থ জামিন পেলে কী এমন হয়ে যাবে? তদন্তকারী অফিসারের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, ‘এই তদন্তের শেষটা কি উনি দেখতে পাচ্ছেন ? যারা জেলের বাইরে আছে তাদের বিরুদ্ধে এখন তদন্ত চলছে। ২ জনকে জেরা করেছিল সিবিআই, যাদের নাম চার্জশিটে আছে। সৌমিত্র সরকার ও পর্ণা বোস । এদের কেন এখনও গ্রেফতার করা হচ্ছে না? সন্দেহের জায়গা থেকে সিবিআই পার্থকে গ্রেফতার করেছে।’

সেক্ষেত্রে পার্থকে যদি জামিন দেওয়া হয়, তাহলে সিবিআইয়ের আপত্তি কোথায়? প্রশ্ন পার্থর আইনজীবীর। তাঁর বক্তব্য, পার্থ তো তদন্তে বিঘ্ন বা বাধা তৈরি করছেন না। তিনি পাঁচবারের বিধায়ক। আইনজীবীর প্রশ্ন, পার্থ কি গালে হাত দিয়ে বসে থাকবেন আর ওনারা (সিবিআই) তদন্ত করে যাবে? পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আরও বলেন, জেলে কাস্টোডিতে যাওয়ার পর আজ পর্যন্ত একবার জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই। আজ বলার পর হয়ত পরের সপ্তাহেই জিজ্ঞাসাবাদ করবে। তাঁর আইনজীবীর দাবি, মন্ত্রী বলেই কি আটকে রাখা হচ্ছে? নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে পার্থর কোনও ভূমিকা নেই।

অন্যদিকে সিবিআই আইনজীবীর পাল্টা যুক্তি,  ‘ওনারা বার বার বলছেন এটা পলিটিক্যাল মামলা। দুর্নীতির মামলা। ওনারা স্বাধীনতা সংগ্রামী হলে তাহলে পলিটিক্যাল কেস হত। তা তো নয়।’

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্য়ায়, অশোক সাহা, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা,  নীলাদ্রি দাস ও চন্দন মণ্ডলও জামিনের জন্য আবেদন করেছিলেন। কিন্তু বিচারক তাদের জামিনের আবেদন খারিজ করে পার্থ সহ সকলকে ২২ মে পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।