এবার রাজ্যে কোভ্যাক্সিন, আগামিকাল কলকাতার তিন হাসপাতালে শুরু টিকাকরণ

Feb 02, 2021 | 5:05 PM

এস‌এসকেএম, কলকাতা মেডিক্যাল কলেজ এবং আরজি করে কোভ্যাক্সিন দেওয়ার পরিকল্পনা রয়েছে বুধবার থেকেই।

এবার রাজ্যে কোভ্যাক্সিন, আগামিকাল কলকাতার তিন হাসপাতালে শুরু টিকাকরণ
তৃতীয় দফার ট্রায়ালের পর একথা জানিয়েছে সংস্থা

Follow Us

কলকাতা: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন। বুধবার থেকে রাজ্যে কোভ্যাক্সিন টিকা দেওয়া শুরু হচ্ছে। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, প্রাথমিকভাবে এস‌এসকেএম, আরজি কর, কলকাতা মেডিক্যাল কলেজ মিলিয়ে মোট ৬০ জনকে দেওয়া হবে এই দেশীয় টিকা। প্রতি কেন্দ্রে টিকা পাবেন ২০ জন করে। শেষ মুহূর্তে যদি সিদ্ধান্ত বদল না হয় তা হলে এদিন থেকে কোভিড-টিকাকরণে নতুন পদক্ষেপ করবে রাজ্য।

কোভিশিল্ড-কোভ্যাক্সিনের দ্বৈরথ ঘিরে তৈরি বিতর্কে ইতি টানতে ইতিমধ্যে দু’টি ওয়েবিনারের আয়োজন করেছে স্বাস্থ্য ভবন। কোভ্যাক্সিনে রাজ্য স্বাস্থ্য দফতরের যে আস্থা রয়েছে তা আলোচনার মঞ্চে কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল। এরপর রাজ্যে কোভ্যাক্সিন বণ্টন শুরু হ‌ওয়া ছিল সময়ের অপেক্ষা। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, বুধবার থেকেই এই প্রক্রিয়া শুরু হতে চলেছে।

আরও পড়ুন: আগাম ঘোষণা ছাড়াই ইন্টারভিউ বাতিল, বিক্ষোভ সামাল দিতে সাগর দত্ত মেডিক্যালে নামল র‌্যাফ

প্রাথমিকভাবে কলকাতায় অবস্থিত মেডিক্যাল কলেজগুলি যে কোভ্যাক্সিন প্রদানের কেন্দ্র হবে তা আগেই জানিয়েছিলেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। এ ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হলে উপযুক্ত চিকিৎসা পরিকাঠামো নিশ্চিত করেই যে টিকাকরণ হবে সে আশ্বাসও মিলেছিল। সেইমতোই এস‌এসকেএম, কলকাতা মেডিক্যাল কলেজ এবং আরজি করে কোভ্যাক্সিন দেওয়ার পরিকল্পনা রয়েছে বুধবার থেকেই।

Next Article