AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গঙ্গাসাগর মেলার সঙ্গে যুক্ত সকল কর্মীদের কোভিড বিমার ব্যবস্থা করছে রাজ্য

সূত্রের খবর, এই মেলার প্রস্তুতি নিয়ে আগামী ৮ জানুয়ারি নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন। বৈঠকে দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক, জেলার পুলিস সুপার এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী এবং আধিকারিকদের বৈঠকে ডাকা হয়েছে।

গঙ্গাসাগর মেলার সঙ্গে যুক্ত সকল কর্মীদের কোভিড বিমার ব্যবস্থা করছে রাজ্য
ফাইল চিত্র।
| Updated on: Dec 29, 2020 | 6:49 PM
Share

কলকাতা: গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela 2021) সঙ্গে যুক্ত সমস্ত কর্মীদের কোভিড বিমার (Covid 19) ব্যবস্থা করছে রাজ্য সরকার (West Bengal Government)। সূত্রের খবর, এই মেলার প্রস্তুতি নিয়ে আগামী ৮ জানুয়ারি নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন। বৈঠকে দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক, জেলার পুলিস সুপার এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী এবং আধিকারিকদের বৈঠকে ডাকা হয়েছে।

এর আগে রাজ্য পুলিসের সদর দপ্তর ভবনী ভবনে ও গঙ্গাসাগর সংক্রান্ত মেলা নিয়ে বৈঠক করেছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে করোনার আবহে কী বিশেষ ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, অসুস্থ পুণ্যার্থীদের হাসপাতলে দ্রুত মেলা প্রাঙ্গণ থেকে নিয়ে আনবার জন্য থাকছে দু’টি এয়ার অ্যাম্বুলেন্স, মেলায় থাকবে তিনটে ওয়াটার অ্যাম্বুলেন্স।

আরও পড়ুন: ‘ই-স্নানেই’ পুণ্য অর্জন, করোনা আবহেও অব্যাহত গঙ্গাসাগর মেলা

ইতিমধ্যেই ড্রেজিংয়ের কাজ সমাপ্ত হয়ে গিয়েছে। গঙ্গাসাগর মেলায় দায়িত্বে থাকছেন রাজ্যের ৮ গুরুত্বপূর্ণ মন্ত্রী। করনো মোকাবিলার জন্য হাওড়া-শিয়ালদা রেল স্টেশন ছাড়াও শহরের গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টগুলোতে মেডিকেল স্ক্রিনিংয়ের ব্যবস্থা থাকছে। ব্যবস্থা করা হচ্ছে আইসোলেশন ওয়ার্ড, কোয়ারেন্টাইন সেন্টার, সেভ হোম এবং গ্রিন করিডোরের। এছাড়াও যে কোনও জরুরি পরিস্থিতির জন্য ব্যবস্থা থাকছে দুটি কোভিদ হাসপাতালের।