AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শম্ভুনাথ পণ্ডিতে করোনা আক্রান্ত তরুণীর মৃত্যু, আশঙ্কা সত্যি হলে বাংলায় প্রথম মিউকরমাইকোসিসের বলি

স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানান, রাজ্যে (Bengal) এরকম সাতটি কেস রয়েছে যা তাঁরা পর্যালোচনা করছেন।

শম্ভুনাথ পণ্ডিতে করোনা আক্রান্ত তরুণীর মৃত্যু, আশঙ্কা সত্যি হলে বাংলায় প্রথম মিউকরমাইকোসিসের বলি
ফাইল চিত্র।
| Updated on: May 22, 2021 | 11:19 AM
Share

কলকাতা: কোভিডের (COVID-19) মধ্যেই রাজ্যে নতুন বিপদের আশঙ্কা। বাংলায় মিউকরমাইকোসিসে মৃত্যুর ইঙ্গিত। শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে মৃত করোনা আক্রান্ত তরুণী। মিউকরমাইকোসিসে মৃত্যু কি না খতিয়ে দেখতে গঠন করা হল মেডিক্যাল বোর্ড।

হরিদেবপুরের বাসিন্দা ৩২ বছর বয়সী এক তরুণী চিকিৎসাধীন ছিলেন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। তাঁর দেহে যে সমস্ত উপসর্গ ছিল তা দেখে এই হাসপাতালের বিশেষজ্ঞদের যে কমিটি রয়েছে তারা সন্দিহান হয়ে পড়ে। বিশেষজ্ঞরা অনুমান করেন, ওই তরুণী মিউকরমাইকোসিসে আক্রান্ত। এরপরই একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

আরও পড়ুন: তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রকে কুরুচিকর মেসেজ, গ্রেফতার ‘বিজেপি কর্মী’

হাসপাতাল সূত্রে খবর, এই বোর্ডে যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন তাঁরাও মোটের উপর মনে করছেন এটা মিউকরমাইকোসিসেরই ঘটনা। কিন্তু যেহেতু এই মুহূর্তে দেশজুড়ে এই সংক্রমণকে মহামারী হিসাবে দেখা হচ্ছে। সেই জায়গা থেকে রাজ্যের স্বাস্থ্য ভবন এ নিয়ে একটি বিশেষ কমিটিও গঠন করেছে। যেখানে এ সংক্রান্ত মৃত্যু পর্যালোচনা করে তারপরই চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে। সেই কমিটি এখনও ওই তরুণীর মৃত্যু মিউকরমাইকোসিসে কি না তাতে সিলমোহর দেয়নি।

স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানান, রাজ্যে এরকম সাতটি কেস রয়েছে যা তাঁরা পর্যালোচনা করছেন। এখনই এ নিয়ে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না বলেই মত তাঁর। হাসপাতালের মেডিক্যাল বোর্ডের চূড়ান্ত রিপোর্ট স্বাস্থ্য ভবনে জমা পড়লে তার পরই এই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।