কোভিডে আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি কবি জয় গোস্বামী

arunava roy |

May 17, 2021 | 12:55 AM

রবিবার (Sun day) তাঁর কোভিড (Covid) রিপোর্ট পজিটিভ আসে

কোভিডে আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি কবি জয় গোস্বামী
কবি জয় গোস্বামী

Follow Us

কলকাতা: করোনায় (Covid) আক্রান্ত হলেন কবি জয় গোস্বামী (Joy Goswami)। এই মুহূর্তে তিনি ভর্তি আছেন বেলেঘাটা আইডি হাসপাতালে। কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। পাশাপাশি পেটের সমস্যা চলছিল কবির। এর আগে কয়েকবার কোভিড রিপোর্ট নেগেটিভ এলেও রবিবার তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে।

রবিবারই কবি জয় গোস্বামীকে ভর্তি করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। জানা গিয়েছে, কবির স্ত্রী কাবেরী গোস্বামীও ভর্তি হয়েছেন হাসপাতালে। রবিবার জয় গোস্বামী অসুস্থ হন। কয়েক বার বমি করেন। এরপরেই তাঁকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেয় তাঁর পরিবার। কবি জয় গোস্বামীর অসুস্থতার খবরে মন ভারাক্রান্ত পাঠকদের। বহু অনুরাগী কবির আরোগ্য প্রার্থনা করেছেন।

Next Article