Covid Bulletine: বাংলায় বড় লাফ করোনার! দৈনিক সংক্রমণ ২৪ হাজার পার, কলকাতায় ৯ হাজার ছুঁই ছুঁই

Covid Spike: রবিবার প্রায় ৭০ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। সম্ভবত এত সংখ্যক নমুনা পরীক্ষা এর আগে হয়নি।

Covid Bulletine: বাংলায় বড় লাফ করোনার! দৈনিক সংক্রমণ ২৪ হাজার পার, কলকাতায় ৯ হাজার ছুঁই ছুঁই
রাজ্যের সংক্রমণে উদ্বিগ্ন কেন্দ্র। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 09, 2022 | 8:50 PM

কলকাতা: রাজ্যে এক লাফে কোভিড সংক্রমণ ২৪ হাজার পরে গেল। রবিবার স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ২৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতাতেও বেলাগাম করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৭১২ জন সংক্রমিত হয়েছেন। নমুনা পরীক্ষা বাড়তেই হু হু করে বাড়ছে করোনার গ্রাফ। রবিবার প্রায় ৭০ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। সম্ভবত এত সংখ্যক নমুনা পরীক্ষা এর আগে হয়নি।

গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ২৮৭ জন। মৃত্যু হয়েছে ১৮ জনের। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৮ হাজার ৭১২ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৮ হাজার ২১৩ জন। সুস্থতার হার ৯৪.৪২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছেন ৭১ হাজার ৬৬৪। দৈনিক পজিটিভিটি রেটও বেড়েছে পাল্লা দিয়ে। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে পজিটিভিটি রেট ৩৩.৮৯ শতাংশ।

কোন জেলায় কত আক্রান্ত এক নজরে…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ১৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯২ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৮ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৮ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।

মালদহ– গতকাল আক্রান্ত ৩৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৯ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ২৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৫১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮২ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

বীরভূম– গতকাল আক্রান্ত ৬৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯০৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫৭ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৬ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৭ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৫২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৪ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১০০৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০০৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪২৭ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ১৪৮৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৬৩ জন। মৃত্যু: শনিবার-৩, রবিবার-২।

হুগলি– গতকাল আক্রান্ত ৮৮১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬০ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-১।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৩২৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫০৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪০০ জন। মৃত্যু: শনিবার-৫, রবিবার-৬।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৮৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৮৬ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-২।

কলকাতা– গতকাল আক্রান্ত ৭৩৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৭১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৪৯২ জন। মৃত্যু: শনিবার-৭, রবিবার-৫।

আরও পড়ুন: Indigo Flight: করোনাকালে কমছে ইন্ডিগোর উড়ান, আগাম টিকিট কাটা থাকলে আপনার জন্য রয়েছে বিশেষ সুযোগ