কলকাতা: সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন। কোথাও কোথাও ভোর থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে আবার শক্তি বাড়িয়ে নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। তার জেরে প্রবল বেগে বইতে পারে হাওয়া, হতে পারে ভারী বৃষ্টি। শুক্রবার সকালে পাওয়া রিপোর্ট অনুযায়ী, দিঘা থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছে সেই সাইক্লোন মিধিলি। তার প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া আরও দুর্যোগপূর্ণ হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই ঘূর্ণিঝড় মিধিলি। জানা যাচ্ছে, সেটি ক্রমশ উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। শুক্রবার রাতেই বাংলাদেশের খেপুপাড়ার কাছে এই সাইক্লোন আছড়ে পড়বে বলে জানা যাচ্ছে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়ায়। এছাড়া, শুক্রবার রাত পর্যন্ত উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
এই সাইক্লোনের জন্য আশঙ্কায় রয়েছেন কৃষকেরা। পাকা ধানের ক্ষতি হওয়ার আশঙ্কা তো থাকছেই এছাড়া নষ্ট হতে পারে শীতের সব্জি। পিছিয়ে যেতে পারে আলু চাষ। ফলে ফের বাজারদর বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শনিবার সকালের পর আবহাওয়ার উন্নতি হতে পারে। রবিবার রাত থেকে ফের সর্বনিম্ন তাপমাত্রা কমার আশা রয়েছে। বাতাসের গতিবেগ বেশি থাকায় সমুদ্র উত্তাল হতে পারে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।