ইয়াসের জন্য আরও ৪১টি ট্রেন বাতিল, বিমানবন্দরেও কড়া সতর্কতা

May 23, 2021 | 11:48 PM

ঝড়ের Cyclone Yaas) ল্যান্ডফল ও তার নির্দিষ্ট সময়ের আগে-পড়ে বিমান ওঠানামা বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দরে।

ইয়াসের জন্য আরও ৪১টি ট্রেন বাতিল, বিমানবন্দরেও কড়া সতর্কতা
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: ইয়াসের (Cyclone Yaas) কারণে আগেই ৭৮টি দূরপাল্লার ট্রেন বাতিল করেছিল দক্ষিণ-পূর্ব রেল। এবার আরও ৪১টি দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিল তারা। ঘূর্ণিঝড়ের ফলে যাতে কোনওরকম ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি না হয়, সে কারণেই এই সিদ্ধান্ত বলে রেলের তরফে জানানো হয়েছে। অন্যদিকে ঘুর্ণিঝড় ইয়াস মোকাবিলায় সবরকম প্রস্তুতি সারা কলকাতা বিমানবন্দরেও। ঝড়ের ল্যান্ডফল ও তার নির্দিষ্ট সময়ের আগে-পড়ে বিমান ওঠানামা বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দরে।

সোমবারই ঝড়ের চেহারা নিচ্ছে ইয়াস। ধীরে ধীরে গতি বাড়িয়ে বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিমে এগোতে শুরু করবে সে। এদিন সন্ধ্যা থেকেই উপকূলে শুরু হবে ঝোড়ো হাওয়ার দাপট। বাংলা-ওড়িশা এই দুর্যোগ মোকাবিলায় সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছে। কারণ, আবহাওয়াবিদরা বলছেন, আমফানের থেকেও ভয়াবহ হতে পারে ইয়াসের তাণ্ডব।

সেই আশঙ্কায় ইস্ট কোস্ট রেলওয়ে ও দক্ষিণ-পূর্ব রেলওয়ে তাদের একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে। শনিবারই জানানো হয়েছিল ২৫ মে, ২৬ মে ও ২৭ মে ৭৪টি ট্রেন বাতিল করা হবে। পরিস্থিতি বুঝে আরও ট্রেন বাতিল করা হতে পারে, তাও জানিয়ে রেখেছিল তারা।

রবিবার সেইমতই ঘোষণা করা হল ৭৪টি ট্রেনের সঙ্গে আরও ৪১টি ট্রেন বাতিল থাকবে এই তিনদিন। মূলত হাওড়া-চেন্নাই মেইন লাইন ও পুরী-ভুবনেশ্বর থেকে হাওড়া আসার ট্রেনই এর মধ্যে রয়েছে। অন্যদিকে করোনার কারণে ইতিমধ্যেই সমস্ত লোকাল ট্রেনও বাতিল রয়েছে।

আরও পড়ুন: গভীর নিম্নচাপ থেকে সোমবারই ঝড়ের রূপ ইয়াসের, সন্ধ্যার পর থেকে উপকূলে দাপট দেখাবে হাওয়া

অন্যদিকে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া দফতরের আগাম সতর্কতাকে মাথায় রেখে যে সময় ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বা যে সময় ঝড়ের ভয়াবগ গতিবেগ থাকবে, সেই সময় বিমান ওঠানামা বন্ধ রাখা হবে। ইতিমধ্যেই বন্দরে প্রয়োজনীয় সমস্ত ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝড়ে যাতে বন্দরের কোনও জিনিস ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর দেওয়া হচ্ছে। বিমানবন্দর অধিকর্তা জানিয়েছেন, ঝড়ের সময় বিমানগুলি চেন দিয়ে বেঁধে রাখা হবে।

Next Article