কলকাতা: আগামী ১২ ঘণ্টার মধ্যে অতি তীব্র সাইক্লোনে পরিণত হবে ইয়াস। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের ডিডিজিএম সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, আগামিকাল দুপুরেই আছড়ে পড়বে সেই ঝড়।
আবহাওয়া দফতরের দেওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী, আগামী ১২ ঘণ্টার মধ্যে অতি তীব্র সাইক্লোনে পরিণত হতে ‘ইয়াস।’ বর্তমানে এর অভিমুখ থাকবে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। বুধবারই সেই একই অভিমুখে এগোবে ঝড়। বুধবার ভোরে বাংলা-ওড়িশা উপকূলের কাছে পৌঁছে যাবে সেই সাইক্লোন আর দুপুরে আছড়ে পড়বে। পারাদ্বীপ ও সাগরের মাঝ বরাবর সেই ঝড় আছড়ে পড়বে বলে জানা গিয়েছে। বালেশ্বরের দক্ষিণ দিক ও ধামরার উত্তর দিকে ঘেঁষে বেরিয়ে যাবে ঝড়। বর্তমানে যার অবস্থান দিঘা থেকে ৩২০ কিমি দূরে।
কোথায় কত বৃষ্টি:
আজ থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টির দাপট। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জুড়ে চলবে বৃষ্টি। জানা গিয়েছে, আজ, মঙ্গলবার মূলত ভারী বৃষ্টি হচ্ছে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতার মতো জেলাগুলিতে। এছাড়া আগামিকাল বাড়বে বৃষ্টি। বুধবার ঝড় আছড়ে পড়ার সময় থেকে অতি ভারী বৃষ্টি হবে দু্ই মেদিনীপুরে। খুব ভারী বৃষ্টি হবে বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায়। ভারী বৃষ্টি হবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, কলকাতা, নদিয়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদা, দার্জিলিং, কালিম্পং জুড়ে। ঝড় চলে যাওয়ার পর ২৭ তারিখে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মালদা, কালিম্পং-এ হবে অতি ভারী বৃষ্টি।
ঝড়ের বেগ কোথায় কত:
পূর্ব মেদিনীপুরে সবথেকে বেশি বেগে ধেয়ে আসবে ঝড়। হাওয়ার বেগ হবে ৯০ থেকে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ৮০-৯০ কিলোমিটার বেগে বইবে হাওয়া, দক্ষিণ ২৪ পরগনাতেও হাওড়ার বেগ থাকবে ৮০-৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। উত্তর ২২৪ পরগনায় ৭০ থেকে ৮০, কলকাতায় ৬৫ থেকে ৭৫, নদিয়া, দুই বর্ধমান, পুরুলিয়ায় ৬০-৮০, বীরভূম ও মুর্শিদাবাদে ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড় বইবে। এছাড়া ২৭ তারিখেও ৬০-৬০ কিলোমিটার বেগে ঝড় বইবে পশ্চিমের চার জেলায়।
সমুদ্রের অবস্থা:
২৫ ও ২৬ তারিখে সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা যাবে। মূলত ওড়িশার বালাসোর, ভদ্রক, কেন্দ্রপাড়ায় এর প্রভাব পড়বে। পূর্ব মেদিনীপুরে ২ থেকে ৪ মিটার ও দক্ষিণ ২৪ পরগনায় ১ থেকে ২ মিটার উচ্চতা হতে পারে ঢেউয়ের।
*** ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় নবান্নের তরফে প্রকাশ করা হল হেল্পলাইন নম্বর। ঘূর্ণিঝড়ের সময়ে যে কোনও বিপদে পড়লে ফোন করুন এই নম্বরগুলিতে ১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬। একইসঙ্গে ঘূর্ণিঝড়ের মোকাবিলয়া দু’টি হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য বিদ্যুৎ দফতর, ৮৯০০৭৯৩৫০৩ এবং ৮৯০০৭৯৩৫০৪