বীরভূমে আক্রান্তের তুলনায় সুস্থ প্রায় ১০ গুণ, তবু চিন্তায় রাখছে বেশ কয়েকটি জেলা

ঋদ্ধীশ দত্ত |

May 28, 2021 | 11:27 PM

শুক্রবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৯৩ জন। মৃত্যু হয়েছে ১৪৫ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ১৯ হাজার ৩৯৬ জন।

বীরভূমে আক্রান্তের তুলনায় সুস্থ প্রায় ১০ গুণ, তবু চিন্তায় রাখছে বেশ কয়েকটি জেলা
অলংকরণ-অভীক দেবনাথ

Follow Us

লাগামছাড়া করোনার (COVID-19) দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল বাংলা। প্রথম ঢেউয়ের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর পরিস্থিতি। সংক্রমণের সঙ্গে মরণ-গ্রাফও ভাবাচ্ছে। শহর পেরিয়ে গ্রামবাংলার অলিন্দেও হানা দিয়েছে এই অদৃশ্য শত্রু। করোনার করাল প্রভাব প্রত্যেকটি জেলায় যে কমবেশি পড়েছে, তা স্বাস্থ্য দফতরের দৈনিক করোনা বুলেটিন থেকেই স্পষ্ট। সংক্রমণের সামগ্রিক ছবিটা প্রত্যেকদিন ধরা পড়লেও জেলায় জেলায় ঠিক কেমন, তা অনেক সময় আড়ালেই থেকে যায়।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৭। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫৭ জন। বুধবার মৃত- ০, বৃহস্পতিবার মৃত- ০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ২৮৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪৭ জন। বৃহস্পতিবার মৃত ১, শুক্রবার মৃত ৩।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৭১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৩০। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭০৬ জন। বৃহস্পতিবার মৃত ৩। শুক্রবার মৃত ৭।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৮ জন। বৃহস্পতিবার মৃত ০। শুক্রবার মৃত ০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৬৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬২৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৬৩ জন। বৃহস্পতিবার মৃত- ৯। শুক্রবার মৃত- ৪।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ২৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬৫ জন। বৃহস্পতিবার মৃত- ২। শুক্রবার মৃত-৬

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৩ জন। বুধবার মৃত- ২। শুক্রবার মৃত-২।

মালদহ– গতকাল আক্রান্ত ১১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০৬ জন। বুধবার মৃত-০, বৃহস্পতিবার মৃত- ০। শুক্রবার মৃত-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ২২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯৭। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৭২ জন। বৃহস্পতিবার মৃত- ৪। শুক্রবার মৃত- ৬।

নদিয়া– গতকাল আক্রান্ত ৮৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০২৮ জন। বৃহস্পতিবার মৃত- ৪। শুক্রবার মৃত-১।

বীরভূম– গতকাল আক্রান্ত ২৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬০। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০০৪ জন। বৃহস্পতিবার মৃত- ৬। শুক্রবার মৃত ৫।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৮ জন। বৃহস্পতিবার মৃত-২। শুক্রবার মৃত-২।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৩৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬৯। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৪৪ জন। বৃহস্পতিবার মৃত- ৪। শুক্রবার মৃত ২।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১০। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৭ জন। বৃহস্পতিবার মৃত- ০। শুক্রবার মৃত- ০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৫৯। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬২১ জন। বৃহস্পতিবার মৃত- ৩। শুক্রবার মৃত- ২।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৫৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬২১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬২১ জন। বৃহস্পতিবার মৃত- ২। শুক্রবার মৃত ০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৩০৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮৮। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬২১ জন। বৃহস্পতিবার মৃত-২। শুক্রবার মৃত ০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৬৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮০। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৫৫ জন। বৃহস্পতিবার মৃত- ২। শুক্রবার মৃত ২।

হাওড়া– গতকাল আক্রান্ত ১১৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৫৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৯৩ জন। বৃহস্পতিবার মৃত- ৯। শুক্রবার মৃত- ১১।

হুগলি– গতকাল আক্রান্ত ৫৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১১২ জন। বৃহস্পতিবার মৃত- ২। শুক্রবার মৃত – ৭।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ২৯৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫২৫। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪০৪৫ জন। বৃহস্পতিবার মৃত- ৪২। শুক্রবার মৃত- ৪৩।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ১০৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৫৭। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৯৩ জন। বৃহস্পতিবার মৃত- ১২। শুক্রবার মৃত- ১২।

কলকাতা– গতকাল আক্রান্ত ১৪৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮৫৭। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬৫৮ জন। বুধবার মৃত- ৩২। শুক্রবার মৃত- ৩০।

অন্যদিকে, শুক্রবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৯৩ জন। মৃত্যু হয়েছে ১৪৫ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ১৯ হাজার ৩৯৬ জন। সুস্থতার হার ৯০.৭০ শতাংশ।

Next Article