কলকাতা: বেফাঁস তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরীকে কটাক্ষ করলেন তিনি। বাগদা বিধানসভা সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়েছেন বিজেপি-কংগ্রেস জোট প্রার্থী শিল্পী বালা এবং পবিত্র সর্দার। সোনিয়া কি জানেন শত্রুর সঙ্গে প্রেমে মত্ত হয়েছেন? সোশ্যাল সাইটে এই রকমই পোস্ট করছেন দেবাংশু।
আর বারোদিন পর পঞ্চায়েত ভোট। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে বাম-কংগ্রেস জোট বেঁধে এ রাজ্যে লড়ছে । কিন্তু বাগদা বিধানসভা সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতে দেখা যাচ্ছে অন্য চিত্র। সামাজিক মাধ্যমে দেবাংশুর প্রকাশিত ছবি থেকে দেখা যাচ্ছে সেখানে বামেদের বদলে জোটবদ্ধ হয়ে লড়ছেন বিজেপি-কংগ্রেসের দুই প্রার্থী। আর এই বিষয়টি নজর এড়ায়নি শাসকদলের যুব নেতার। গোপনে বিজেপি-র সঙ্গে কংগ্রেসের এই সম্পর্ককে ‘পরকীয়া’ বলে ব্যাঙ্গ করেছেন তিনি।
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি ফ্লেক্স ভাইরাল হয়। ওই পোস্টারে লেখা, ‘সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের ২৫০ নম্বর বুথে কংগ্রেস ও বিজেপির জোট প্রার্থী পবিত্র সর্দার এবং শিল্পী বালাকে জয়যুক্ত করুন।’ যা নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। তবে কংগ্রেস এবং বিজেপি উভয়ের দাবি তারা এই ফ্লেক্স টানায়নি এবং তাদের মধ্যে কোনও জোট নেই।
যদিও, এই বিষয়ে কংগ্রেস প্রার্থী পবিত্র সর্দার বলেন, “আমরা দলীয়ভাবে কোনও জোট করিনি। যা করছেন এলাকাবাসী।” অপরদিকে, বিজেপি প্রার্থী শিল্পী বালার বক্তব্য, কংগ্রেসের সঙ্গে কোনও জোট হয়নি। দল প্রার্থী করেছে। এ বিষয়ে কিছুই বলতে পারবেন না তিনি।
এরপর সোমবার ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করে দেবাংশু লেখেন, “অধীরবাবু, সোনিয়া গান্ধী জানেন যে লুকিয়ে তাঁর শত্রুর সঙ্গে রাজনৈতিক প্রেমে মত্ত হয়েছেন? প্রেম করলে মা’কে জানিয়ে করতে হয়।” বিজেপির সঙ্গে পরকীয়ার সম্পর্ক উল্লেখ করে তিনি লিখেছেন, “পরকীয়া ধরা পড়ার স্থান: সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত, বনগাঁ পঞ্চায়েত সমিতি, বাগদা বিধানসভা।”