Dengue Death: ‘বেড দিতে ৫০,০০০ চেয়েছিল…’, ডেঙ্গি আক্রান্ত অরিজিৎকে বাঁচাতে পারল না পরিবার
Dengue Kolkata: অরিজিতের বাবা জানান, এসএসকেএমে নিয়ে যাওয়ার পর অক্সিজেন দিয়ে তিন ঘণ্টা রেখে দেওয়া হয়েছিল অরিজিৎকে। এরপর একজন গিয়ে তাঁদের কাছে ৫০,০০০ টাকা দাবি করেন।

কলকাতা: খাস কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু। ৩৫ বছরের যুবক অরিজিৎ দাসের মৃত্যুতে সরকারি হাসপাতাল তথা এসএসকেএমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল পরিবার। ঘণ্টার পর ঘণ্টা ফেলে রেখেও ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ। শুধু এসএসকেএম নয়, একাধিক হাসপাতালে রোগীকে নিয়ে ঘোরে পরিবার। শেষ পর্যন্ত সিসিইউ-তে রাখার ব্যবস্থা হলেও শেষরক্ষা হয়নি।
কলকাতার ১৩১ নম্বর ওয়ার্ডের গাবতলা লেনের বাসিন্দা অরিজিৎ দাস। গত শনিবার জ্বরে আক্রান্ত হন তিনি। পরিবারের বক্তব্য, ব্লাড টেস্ট করার পরে ডেঙ্গি পজিটিভ রিপোর্ট আসে। এরপর হাসপাতালে ভর্তি করার চেষ্টা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তাঁর ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির কথা উল্লেখ করা হয়েছে।
অরিজিতের বাবা জানান, এসএসকেএমে নিয়ে যাওয়ার পর অক্সিজেন দিয়ে তিন ঘণ্টা রেখে দেওয়া হয়েছিল অরিজিৎকে। এরপর একজন গিয়ে তাঁদের কাছে ৫০,০০০ টাকা দাবি করেন। মৃত যুবকের বাবার দাবি, হাসপাতালে দালালচক্র নিয়ে বারবার সতর্ক করা হলেও এসএসকেএমেই এই কারবার চলছে। এরপর ছেলেকে নিয়ে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে যান বাবা। সেখানে গেলে বলা হয়, ছেলেকে বাড়ি নিয়ে চলে যেতে।
এরপর কোনও ক্রমে তাঁরা বেহালার বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করেন ছেলেকে। শারীরিক অবস্থার অবনতি হলে মেডিক্য়াল কলেজে যখন জায়গা পাওয়া গেল, ততক্ষণে রোগীর মৃত্যু হয়েছে।
