Deocha Pachami Coal Mining Project: ‘চাকরি, প্যাকেজের প্রলোভন দেখিয়ে মুখ বন্ধের চেষ্টা’, দেউচা পাচামির ক্ষতিপূরণ নিয়ে কটাক্ষ সূর্যকান্তের
Deucha Pachami: শুধু জমিদাতারাই নন, যাঁরা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করেন, অথচ জমির কোনও রেকর্ড নেই তাঁদেরও ক্ষতিপূরণের প্যাকেজ দেওয়া হচ্ছে।
সূর্যকান্ত মিশ্রের বক্তব্য, ‘গোড়া থেকেই এই প্রকল্প নিয়ে যেসব গুরুতর প্রশ্ন উঠেছে, তার জবাব আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। তারা প্যাকেজের নামে প্রলোভন দিয়ে প্রকৃত প্রশ্নগুলোকে ধামাচাপা দিতে চেষ্টা করছে। সরকার কতটা জায়গার ওপরে কতজনকে ফ্ল্যাট ইত্যাদিতে পুনর্বাসন দেওয়া হবে, কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, কতজনকে চাকরিতে নিযুক্ত করা হবে ইত্যাদি বিষয় দিয়ে আসল প্রশ্নকে এড়িয়ে যাচ্ছে। খোলা মুখ খনির প্রকল্পে ওই এলাকা এবং তার বাইরে পরিবেশের ক্ষতিকর প্রভাব নিয়ে জবাব নেই, এখনও পর্যন্ত পরিবেশ ছাড়পত্রও নেই।’
একইসঙ্গে এই সিপিএম নেতার দাবি, ‘যে সব শর্তে চাকরিতে নিযুক্তির কথা বলা হয়েছে তা মান্য করে এর আগে বহুজনকে এখনও চাকরি দেওয়া হয়নি। লাফিয়ে লাফিয়ে মূল্যবৃদ্ধির বাজারে শুধু ক্ষতিপূরণের টাকা হাতে নিয়ে দেউচা পাচামির মানুষ কতদিন কীভাবে দিনযাপন করবেন? পুনর্বাসনের নামে তাদের থাকার ব্যবস্থা করলেও আদিবাসীদের স্থায়ী উপার্জন, জীবনজীবিকা নির্বাহের কী ব্যবস্থা হবে? তাঁদের সংস্কৃতি অক্ষুন্ন রাখার কতটুকু সম্ভাবনা থাকবে এই জোর করে তুলে আনা পুনর্বাসনে? এই সব গুরুত্বপূর্ণ প্রশ্নকে অগ্রাহ্য করে রাজ্য সরকার প্যাকেজের নামে প্রলোভন দেখানোর এবং প্রতিবাদের কন্ঠ দমন করতে ভয়ভীতি সন্ত্রাসের রাস্তা বেছে নিয়েছে।’ সিপিএম এর বিরোধিতায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।
দেউচা পাচামির জট কাটাতে এদিনই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘জমির বদলে জমি দেওয়া হচ্ছে, সঙ্গে বাড়ি করার জন্য টাকা দেওয়া হচ্ছে কিংবা বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে। আগে ৬০০ স্কোয়ার ফুট জায়গা ছিল একটা বাড়ি করার জন্য। সঙ্গে ৫ লক্ষ টাকা। আজ যে ক্যাবিনেট পাশ হল তাতে ৭০০ স্কোয়ার ফুট জায়গা সঙ্গে ৭ লক্ষ টাকাও দেওয়া হবে বাড়ি করার জন্য। শিফটিং অ্যালাওয়েন্স এককালীন ১ লক্ষ টাকা দেওয়া হবে।’ সঙ্গে ৫ হাজার ১০০ সরকারি পদে নিয়োগও করা হবে। এই নিয়োগ হবে জমিদাতাদের মধ্যে থেকেই।