AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fire in Salt Lake: সল্টলেক সেক্টর ফাইভে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

Fire in Salt Lake: যে জায়াগায় আগুন লেগেছে সেটি একটি হলোগ্রাম তৈরির সংস্থার কারখানা বলে জানা যাচ্ছে। মজুত ছিল প্রচুর পরিমাণে কেমিক্যাল। ফলে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আগুনের লেলিহান শিখার গ্রাসে চলে যায় গোটা কারখানা।

Fire in Salt Lake: সল্টলেক সেক্টর ফাইভে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ফের শহরে বিধ্বংসী আগুনImage Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: May 02, 2025 | 4:04 PM
Share

কলকাতা: এখন মেলায়নি বড়বাজারের বিধ্বংসী আগুনের ভয়াভয় স্মৃতি। এখনও কান্নার রোল স্বজনহারানো পরিবারে। তারমধ্য়েই ফের বিধ্বংসী আগুন। এবার সল্টলেকের সেক্টর ফাইভ। টেকনোপলিসের কাছে কারখানায় বিধ্বংস আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে গেল দমকলের ৫টি ইঞ্জিন। ভরদুপুরেই ব্যাপক চাঞ্চল্য তথ্য-প্রযুক্তি তালুকে। কালো ধোঁয়ায় ঢেকে যায় বিস্তৃর্ণ এলাকা।  

যে জায়াগায় আগুন লেগেছে সেটি একটি হলোগ্রাম তৈরির সংস্থার কারখানা বলে জানা যাচ্ছে। মজুত ছিল প্রচুর পরিমাণে কেমিক্যাল। ফলে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আগুনের লেলিহান শিখার গ্রাসে চলে যায় গোটা কারখানা। বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দও শোনা যায়। এদিকে পাশেই আয়ুর্বেদিক হাসপাতাল। তাই আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে সজাগ দৃষ্টি দমকলের। জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ। 

ইতিমধ্যেই বিধান নগরের সিপি ডিসি-র সঙ্গে কথা বলছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি নিজেও ঘটনাস্থলে যান। সরিজমিনে গোটা এলাকা ঘুরে দেখেন। তবে কী কারণে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। দমকল মন্ত্রী বলছেন, “দমকল কাজ করছে। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ভিতরে অনেক কেমিকেল আছে। তাই আগুন নিভতে একটু সময় লাগবে। কবে আগুন আর বাড়বে না।”