Dilip Ghosh: সবে তো শুরু, আরও অনেকে যাবে, অর্ধেক দলই জেলে ঢুকে যাবে: দিলীপ

Dilip Ghosh on Raju Sahani: হালিশহরের চেয়্যারম্যান রাজু সাহানিকে গ্রেফতার করেছে সিবিআই। তাঁব বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ ৮০ লক্ষ টাকা।

Dilip Ghosh: সবে তো শুরু, আরও অনেকে যাবে, অর্ধেক দলই জেলে ঢুকে যাবে: দিলীপ
শুক্রবারই গ্রেফতার হয়েছেন রাজু সাহানি
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2022 | 9:18 AM

কলকাতা : গ্রেফতার হয়েছেন হালিশহর পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রাজু সাহানি, প্রচুর নগদ টাকা ও কয়েক কোটির সম্পত্তির হদিশ পেয়েছেন গোয়েন্দারা। ওই তৃণমূল নেতার গ্রেফতারির পর বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ দাবি করলেন, এ ভাবেই গ্রেফতার হবেন আরও অনেকে। দলের অর্ধেক নেতাই জেলে ঢুকে যাবে বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও দাবি করেছেন, আরও অনেকে গ্রেফতার হবেন। আর শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই একই দাবি করলেন দিলীপ ঘোষ। চিটফান্ড মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন চেয়ারম্যান রাজু সাহানি। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘সবে তো শুরু হয়েছে। আরও অনেকে ঢুকবে। এতগুলো তদন্ত চলছে। সরকারি সব দফতরে নিয়োগে দুর্নীতি হয়েছে। বাংলার মানুষ চাইছেন, এ সব দ্রুত শেষ হোক। তদন্তও সেই পথেই এগোচ্ছে। তদন্ত চলতে থাকলে অর্ধেক দল, নেতা-মন্ত্রীরা জেলে ঢুকে যাবে।’

শুক্রবার সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার দাবি করেন, বড় কিছু ঘটতে পারে। আরও অনেকে গ্রেফতার হবেন, এমন ইঙ্গিতও দেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বোঝাপড়ার যে অভিযোগ বিরোধীদের একাংশ তুলছে, সেই প্রসঙ্গে সুকান্ত বলেছেন, ‘বোঝাপড়ার কিছু নেই, আমরা আগেই বলেছি। সেটা প্রমাণিতও হয়েছে। দিদি ঘুরে আসার পর পার্থ চট্টোপাধ্যায় জেলে গিয়েছেন, দিদির প্রিয় ভাই কেষ্ট জেলে গিয়েছেন।’ সুকান্ত আরও বলেন, ‘আগামিদিনে আরও কিছু যাবে বলে মনে হচ্ছে। আজও বড় কিছু ঘটতে পারে, আপনারা লক্ষ্য রাখুন।’

উল্লেখ্য, রাজু সাহানি গ্রেফতার হওয়ার পর তাঁর নিউটাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ৮০ লক্ষ টাকা।