Governor Change: মণিপুরের রাজ্যপাল হলেন প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, আরও ৪ রাজ্যপাল বদল

Governor Change: মঙ্গলবারই কেন্দ্রের তরফে ঘোষণা করা হয় যে মণিপুরে রাজ্যপাল বদল করা হচ্ছে। অনুসুইয়া উকের বদলে নতুন রাজ্যপাল হচ্ছেন অজয় কুমার ভাল্লা। পাশাপাশি মিজোরামের রাজ্যপালও বদল করা হয়েছে। অবসরপ্রাপ্ত সেনা প্রধান তথা প্রাক্তন মন্ত্রী ভিকে সিং মিজোরামের রাজ্যপাল হচ্ছেন।

Governor Change: মণিপুরের রাজ্যপাল হলেন প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, আরও ৪ রাজ্যপাল বদল
অজয় ভাল্লা।Image Credit source: X
Follow Us:
| Updated on: Dec 25, 2024 | 6:34 AM

নয়া দিল্লি: বছর শেষে বড় রদবদল। উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মণিপুরের রাজ্যপাল বদলে দিল সরকার। প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লাকে মণিপুরের নতুন রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল। শুধু মণিপুরই নয়, আরও চার রাজ্যের রাজ্যপাল বদল করা হয়েছে।

মঙ্গলবারই কেন্দ্রের তরফে ঘোষণা করা হয় যে মণিপুরে রাজ্যপাল বদল করা হচ্ছে। অনুসুইয়া উকের বদলে নতুন রাজ্যপাল হচ্ছেন অজয় কুমার ভাল্লা। পাশাপাশি মিজোরামের রাজ্যপালও বদল করা হয়েছে। অবসরপ্রাপ্ত সেনা প্রধান তথা প্রাক্তন মন্ত্রী ভিকে সিং মিজোরামের রাজ্যপাল হচ্ছেন।

অদল-বদল করা হয়েছে বিহার ও কেরলের রাজ্যপালের। কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদকে বিহারের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর এখন থেকে কেরলের রাজ্যপাল হলেন।

ওড়িশার রাজ্যপাল রঘুবীর দাস ইস্তফা দেওয়ায়, মিজোরামের রাজ্যপাল ডঃ হরি বাবু কামভামপতিকে ওড়িশার রাজ্যপালের দায়িত্বে বসানো হল। রাষ্ট্রপতি এই রদবদলে সাক্ষর করেছেন।

এই রদবদলের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল মণিপুরের রাজ্যপাল বদল। বিগত প্রায় দুই বছর ধরে জাতিগত হিংসায় উত্তপ্ত মণিপুর। কোনওভাবেই পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এই পরিস্থিতিতে প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লাকে মণিপুরের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল। ১৯৮৪ ব্যাচের আইএএস অফিসার ২০১৯ সালে স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পান। অশান্ত মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, কেরলে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বনাম রাজ্যপাল আরিফ মহম্মদের বিরোধ দীর্ঘ এক বছরের। বিভিন্ন সময়ে নানা ইস্যুতে একে অপরকে বিঁধেছেন তাঁরা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নিয়েও বিতর্ক তুঙ্গে উঠেছিল। কার্যত মুখ দেখাদেখি বন্ধ তাঁদের। রাজ্যপালের আয়োজিত খ্রিস্টমাসের অনুষ্ঠানেও যাননি মুখ্যমন্ত্রী বিজয়ন।