কলকাতা: আট দফার ভোট পর্ব শেষ। শুক্রবার অষ্টম দফার ভোটের পর এগজিট পোল (Exit Poll) বা বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে বিভিন্ন সংস্থা। রাজ্যের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) জোড়াফুল আর পদ্ম শিবিরের জোর লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গিয়েছে। কিন্তু সেই এগজিট পোলে বিশ্বাসী করছেন না বলে উল্লেখ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ২ তারিখ অর্থাৎ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন আসল ফলাফল সামনে আসবে বলে উল্লেখ করেন তিনি।
শুক্রবার সকালে দিলীপ ঘোষ ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে জানান তিনি এগজিট পোল নয়, এক্স্যাক্ট পোলে বিশ্বাসী। তিনি বলেন, ‘কিছু সমীক্ষা ওদেরকে এগিয়ে রেখেছে। এমন সংস্থা আছে যারা চার মাস আগে যা বলেছিল, সেটাই আবার বলেছে। আমরা জানি এগজিট পোল সঠিক নয়, এক্স্যাক্ট পোলটাই ঠিক। সেটাই আমরা বিশ্বাস করি। ২ তারিখে আসল ব্যাপারটা বোঝা যাবে।’ প্রথম থেকে ২০০ পার অর্থাথ ২০০-র বেশী আসন পা্ওয়ার কথা বলে এসেছে বিজেপি নেতৃত্ব। এ দিনও সেই আত্মবিশ্বাসই ফুটে উঠল দিলীপ ঘোষের কথায়। তিনি বলেন, ‘আমরা যেটা চেয়েছিলাম ওটাই হবে। ২০০-র কাছাকাছি আসন আমরা পাব।’
আরও পড়ুন: দুই ফুলের ‘কাঁটে কি টক্কর’, শেষ হাসি কার?
রাজ্যের ২৯৪ টি বিধানসভা আসনে বুথ ফেরত সমীক্ষা চালিয়েছিল ‘পোলস্ট্র্যাট’ এবং TV9 বাংলা আর সেই সমীক্ষায় যে আভাস পাওয়া গিয়েছে তাতে স্পষ্ট যে, বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সমীক্ষা বলছে, ম্যাজিক ফিগার ১৪৮-এর কাছে যেতে পারে তৃণমূল। তবে, বিজেপির আসন সংখ্যাও নেহাত কম হবে না বলেই অনুমান। সমীক্ষা বলছে, বাংলায় ক্ষমতা দখলের প্রায় দোরগোড়ায় পৌঁছে যেতে পারে বিজেপি। অন্যদিকে কংগ্রেস ও আইএসএফ-র সঙ্গে সংযুক্ত মোর্চার আকারে সিপিএম ভোট যুদ্ধে নামলেও তাতে খুব একটা লাভ হচ্ছে না, এমনটাই ইঙ্গিত মিলেছে এই সমীক্ষায়।