Dilip Ghosh: ‘অধীর কি বিজেপিতে যাচ্ছেন?’, দিলীপ বললেন, ‘দেখছেন না আমার মতো করে কথা বলছেন…’ জল্পনায় জল

সৌরভ গুহ | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 23, 2024 | 2:00 PM

Dilip Ghosh: TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দিলীপ বলেন, "আজ অধীর চৌধুরী দেখবেন আমার মতো করে কথা বলছেন, কারণ উনি জানেন হেরে গিয়েছেন, আর হারানোর কিছু নেই।" তখন তাঁকে প্রশ্ন করা হয়, অধীর চৌধুরী কি তবে বিজেপিতে যাচ্ছেন?

Dilip Ghosh: অধীর কি বিজেপিতে যাচ্ছেন?, দিলীপ বললেন, দেখছেন না আমার মতো করে কথা বলছেন... জল্পনায় জল
অধীর কি বিজেপিতে যাচ্ছেন? কী বললেন দিলীপ
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ‘অধীর চৌধুরী দেখবেন আজকাল আমার মতো করে কথা বলছেন…’  বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি আর তাতে বাংলায় জঙ্গি সন্দেহে একের পর এক গ্রেফতারি নিয়ে কথা বলতে গিয়ে বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর মতে, অধীর চৌধুরী এতদিনে বাংলায় জঙ্গি আশ্রয় নিয়ে সরব হয়েছেন। কিন্তু এতদিনে কেন? অধীর চৌধুরী এতদিন কেন চুপ ছিলেন? তবে কি তিনি বিজেপিতে যাচ্ছেন? সাংসদ পদ হারানোর পর থেকে অধীর চৌধুরীর রাজনৈতিক অবস্থান নিয়ে একটা জলঘোলা তৈরি হয়েছিল। এবার সে প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ।

TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দিলীপ বলেন, “আজ অধীর চৌধুরী দেখবেন আমার মতো করে কথা বলছেন, কারণ উনি জানেন হেরে গিয়েছেন, আর হারানোর কিছু নেই।” তখন তাঁকে প্রশ্ন করা হয়, অধীর চৌধুরী কি তবে বিজেপিতে যাচ্ছেন? দিলীপ বলেন, “আমি জানি না অধীর কোথায় যাবে আর পার্টি নেবে কিনা। হেরে গেলে আমাদের পার্টিতে আসতে হবে, এরকমভাবার কোনও কারণ  নেই।”

প্রসঙ্গত চলতি বছরেরই অগস্ট মাসে বাংলার কংগ্রেসে সাংগঠনিক পালাবদল ঘিরে জলঘোলা শুরু হয়। আর তখনই ঘোলা জলে মাছ ধরার খেলা চলছিল। লোকসভা ভোটের পরে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গের কাছে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে তিনি ইস্তফার চিঠি দেন অধীর। তারপর থেকে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে।

Next Article