কলকাতা: গত ৯ অগাস্ট আরজি করের জরুরি বিভাগের চারতলার সেমিনার হল তিলোত্তমার দেহ উদ্ধার হয়। তদন্তভার হাতে নিয়ে সিএফএসএলের সাহায্য চায় সিবিআই। ১৪ অগাস্ট নমুনা সংগ্রহে হাসপাতালে যায় সিএফএসএল। ডিএনএ নমুনার বিশ্লেষণে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। যোনিদ্বারের নমুনাতেও অন্য মহিলার উপস্থিতি মিলেছে। D12S391 মার্কারে অন্য মহিলার সঙ্গে তিলোত্তমার নমুনার মিশ্রণ স্পষ্ট। সেই অন্য মহিলার জেনোটাইপ হল 16/22। তাহলে ক্রাইম সিনে কি আরও পুরুষ ও মহিলা ছিল, তারা কারা? সেই প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী চিকিত্সকরা।
বিজ্ঞানী-DNA বিশেষজ্ঞ পার্থপ্রতিম মজুমদার বলেন, “এই নমুনাগুলি এসেছে, তার মানে আর একটা মহিলার ডিএনএ স্যাম্পেলের সঙ্গে কন্টামিনেশন হয়েছে। সেই মহিলা কে কোথা থেকে এল, এটা স্বচ্ছ নয়।”
প্রসঙ্গত, আরজি কর হাসপাতালের রহস্যের জট খুলতে ২৯টি DNA নমুনার বিশ্লেষণ হয়। ক্রাইমসিন থেকে পাওয়া DNA নমুনা পরীক্ষার ভিত্তিতে এমনই রিপোর্ট কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরি বা সিএফএসএলের। সেই রিপোর্ট বিশ্লেষণ করে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ বিজ্ঞানী-DNA বিশেষজ্ঞ পার্থপ্রতিম মজুমদারের। ২৭টি নমুনার মধ্যে তিনটি নমুনা পরীক্ষার ইঙ্গিতেই মোড় ঘোরানো তথ্য!!! ডিএনএ বিশেষজ্ঞের মতে,
বৃহৎ অন্ত্রের শেষ ভাগ, স্তনবৃন্ত, যোনিদ্বারের DNA নমুনা পরীক্ষার ইঙ্গিত গোলমেলে। বৃহৎ অন্ত্রের DNA নমুনা একজন মহিলার। তবে নমুনার কয়েকটি মার্কারের ইঙ্গিত, সেটি ‘তিলোত্তমা’ বা সঞ্জয়ের নয়। প্রশ্ন উঠছে এই অন্য মহিলা কে? তিনি কোথা থেকে এলেন? DNA রিপোর্ট থেকে কিন্তু বিষয়টি স্পষ্ট নয়!
তিনটি স্যাম্পেল গোলমেলে। সেগুলি হল অ্যানাল সোয়াব, নিপল সোয়াব ও ভালভার মফ। মার্কারগুলি যেগুলি আমরা দেখি, তার মধ্যে যেটা ভিক্টিমের নয় ও রায়ের নয়। আরও কতগুলি সিগন্যাল পাওয়া যাচ্ছে যেটা কোথা থেকে এসেছে জানি না। যেহেতু এই কেসে আর কোনও সাসপেক্ট নেই সেহেতু আমরা বলতে পারছি না এই স্যাম্পেলগুলো কোথা থেকে এসেছে। বিজ্ঞানী-ডিএনএ বিশেষজ্ঞর আরও পর্যবেক্ষণ, স্তনবৃন্তের নমুনা সঞ্জয়ের DNA-র সঙ্গে মিলে গিয়েছে। তবে চারটি AUTOSOMAL MARKER বলছে, অন্য পুরুষেরও DNA রয়েছে। Y ক্রোমোজোম বিশ্লেষণে অবশ্য সঞ্জয়ের সঙ্গে পুরোপুরি মিলে গিয়েছে।
বিজ্ঞানী-DNA বিশেষজ্ঞ পার্থপ্রতিম মজুমদার বলেন, “প্রশ্ন থেকে যায় চারটে মার্কারে অতিরিক্ত সিগন্যাল পাচ্ছি সেটা অন্য কোনও পুরুষের থেকে পেয়েছি। কে সেই পুরুষ। সেটা বোঝা যাচ্ছে না।”
কলকাতা: গত ৯ অগাস্ট আরজি করের জরুরি বিভাগের চারতলার সেমিনার হল তিলোত্তমার দেহ উদ্ধার হয়। তদন্তভার হাতে নিয়ে সিএফএসএলের সাহায্য চায় সিবিআই। ১৪ অগাস্ট নমুনা সংগ্রহে হাসপাতালে যায় সিএফএসএল। ডিএনএ নমুনার বিশ্লেষণে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। যোনিদ্বারের নমুনাতেও অন্য মহিলার উপস্থিতি মিলেছে। D12S391 মার্কারে অন্য মহিলার সঙ্গে তিলোত্তমার নমুনার মিশ্রণ স্পষ্ট। সেই অন্য মহিলার জেনোটাইপ হল 16/22। তাহলে ক্রাইম সিনে কি আরও পুরুষ ও মহিলা ছিল, তারা কারা? সেই প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী চিকিত্সকরা।
বিজ্ঞানী-DNA বিশেষজ্ঞ পার্থপ্রতিম মজুমদার বলেন, “এই নমুনাগুলি এসেছে, তার মানে আর একটা মহিলার ডিএনএ স্যাম্পেলের সঙ্গে কন্টামিনেশন হয়েছে। সেই মহিলা কে কোথা থেকে এল, এটা স্বচ্ছ নয়।”
প্রসঙ্গত, আরজি কর হাসপাতালের রহস্যের জট খুলতে ২৯টি DNA নমুনার বিশ্লেষণ হয়। ক্রাইমসিন থেকে পাওয়া DNA নমুনা পরীক্ষার ভিত্তিতে এমনই রিপোর্ট কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরি বা সিএফএসএলের। সেই রিপোর্ট বিশ্লেষণ করে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ বিজ্ঞানী-DNA বিশেষজ্ঞ পার্থপ্রতিম মজুমদারের। ২৭টি নমুনার মধ্যে তিনটি নমুনা পরীক্ষার ইঙ্গিতেই মোড় ঘোরানো তথ্য!!! ডিএনএ বিশেষজ্ঞের মতে,
বৃহৎ অন্ত্রের শেষ ভাগ, স্তনবৃন্ত, যোনিদ্বারের DNA নমুনা পরীক্ষার ইঙ্গিত গোলমেলে। বৃহৎ অন্ত্রের DNA নমুনা একজন মহিলার। তবে নমুনার কয়েকটি মার্কারের ইঙ্গিত, সেটি ‘তিলোত্তমা’ বা সঞ্জয়ের নয়। প্রশ্ন উঠছে এই অন্য মহিলা কে? তিনি কোথা থেকে এলেন? DNA রিপোর্ট থেকে কিন্তু বিষয়টি স্পষ্ট নয়!
তিনটি স্যাম্পেল গোলমেলে। সেগুলি হল অ্যানাল সোয়াব, নিপল সোয়াব ও ভালভার মফ। মার্কারগুলি যেগুলি আমরা দেখি, তার মধ্যে যেটা ভিক্টিমের নয় ও রায়ের নয়। আরও কতগুলি সিগন্যাল পাওয়া যাচ্ছে যেটা কোথা থেকে এসেছে জানি না। যেহেতু এই কেসে আর কোনও সাসপেক্ট নেই সেহেতু আমরা বলতে পারছি না এই স্যাম্পেলগুলো কোথা থেকে এসেছে। বিজ্ঞানী-ডিএনএ বিশেষজ্ঞর আরও পর্যবেক্ষণ, স্তনবৃন্তের নমুনা সঞ্জয়ের DNA-র সঙ্গে মিলে গিয়েছে। তবে চারটি AUTOSOMAL MARKER বলছে, অন্য পুরুষেরও DNA রয়েছে। Y ক্রোমোজোম বিশ্লেষণে অবশ্য সঞ্জয়ের সঙ্গে পুরোপুরি মিলে গিয়েছে।
বিজ্ঞানী-DNA বিশেষজ্ঞ পার্থপ্রতিম মজুমদার বলেন, “প্রশ্ন থেকে যায় চারটে মার্কারে অতিরিক্ত সিগন্যাল পাচ্ছি সেটা অন্য কোনও পুরুষের থেকে পেয়েছি। কে সেই পুরুষ। সেটা বোঝা যাচ্ছে না।”