Doctors’ Protest: অনশন আন্দোলনের ‘মীমাংসা’ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি নাগরিক সমাজের

Kaamalesh Chowdhury | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 09, 2024 | 3:09 PM

Doctors' Protest: প্রসঙ্গত, আরজি করের বিচারের দাবিতে তথা চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে গত শনিবার থেকে অনশন আন্দোলনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। তাতে যোগ দেন  আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতোও।

Doctors Protest: অনশন আন্দোলনের ‘মীমাংসা’ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি নাগরিক সমাজের
এবার
Image Credit source: TV 9 Bangla

Follow Us

কলকাতা:  অনশন আন্দোলনের ‘মীমাংসা’ চেয়ে মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি। জটিল এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখলেন  নাগরিক সমাজের প্রতিনিধি কৌশিক সেন, সুজাত ভদ্র, বিনায়ক সেনরা। চিঠিতে আবেদন করা হয়েছে, মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব আলোচনায় বসে পরিস্থিতি পর্যালোচনা করে বিষয়টির যাতে মীমাংসা করেন।

নাগরিক সমাজের তরফে চিঠিতে এটাও দাবি আন্দোলনকারী চিকিৎসকদের দাবি যথার্থ। ৭ জুনিয়র চিকিৎসক আমরণ অনশনে বসেছেন। ৯০ ঘণ্টা ছোঁয়ার পথে সেই আন্দোলন।

প্রসঙ্গত, আরজি করের বিচারের দাবিতে তথা চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে গত শনিবার থেকে অনশন আন্দোলনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। তাতে যোগ দেন  আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতোও। সোমবার থেকে রিলে অনশনে যোগ দেন সিনিয়র চিকিৎসকরাও। এমনকি সিনিয়র চিকিৎসকরা গণ ইস্তফা দিতেও শুরু করেছেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের  হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখলেন নাগরিক সমাজ।

উল্লেখ্য, কিছুদিন আগেই অনশন প্রত্যাহারের আর্জি জানান মুখ্যসচিব। নিরাপত্তা সংক্রান্ত সমস্যার আশ্বাসও দেন। তবে নাগরিক সমাজের চিঠির ব্যাপারে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Next Article