Doctors’ Protest: ‘দ্রোহ কার্নিভালে পুজো কার্নিভাল ব্যাহত হওয়ার আশঙ্কা অমূলক’, মুখ্যসচিবের মেলের জবাব JPD-র

Sourav Dutta | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 14, 2024 | 11:46 AM

Doctors' Protest: মুখ্যসচিব মনোজ পন্থকে জানিয়ে দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। দ্রোহ কার্নিভালের স্থান আলাদা, হাইকোর্টের নির্দেশও তাই এক্ষেত্রে অপ্রাসঙ্গিক। কর্মসূচি অনড় থেকেই মুখ্যসচিবকে ইমেল করল জেপিডি।

Doctors Protest: দ্রোহ কার্নিভালে পুজো কার্নিভাল ব্যাহত হওয়ার আশঙ্কা অমূলক, মুখ্যসচিবের মেলের জবাব JPD-র
দ্রোহ কার্নিভাল
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: এবার দ্রোহ কার্নিভাল নিয়ে মুখ্যসচিবের মেলের জবাব দিলেন চিকিৎসকরা। দ্রোহ কার্নিভালে অনড় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। দ্রোহ কার্নিভালে পুজো কার্নিভাল ব্যাহত হওয়ার কোনও সম্ভাবনা নেই। এই আশঙ্কা অমূলক। মুখ্যসচিব মনোজ পন্থকে জানিয়ে দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। দ্রোহ কার্নিভালের স্থান আলাদা, হাইকোর্টের নির্দেশও তাই এক্ষেত্রে অপ্রাসঙ্গিক। কর্মসূচি অনড় থেকেই মুখ্যসচিবকে ইমেল করল জেপিডি।

আ্ন্দোলনকারী চিকিৎসকদের তরফে দেবাশিস হালদার বলেন, “হাইকোর্টের নির্দেশ রয়েছে, যে কার্নিভালকে কোনওরকমভাবে ব্যাহত করা যাবে না। আমরা অূবশ্যই সেটাকে মান্যতা দিই। যদিও আমরা মানসিকভাবে এই বিষয়টাকে মেনে নিতে প্রস্তুত নেই, যে বিচারহীনতার ৬৫ দিন কাটছে। অনশন চলছে। কিন্তু প্রশাসন কার্নিভালে মেনে উঠল, সেটা মেনে নিতে কষ্ট হয়। কিন্তু আমরা পুলিশকে কোনও রকম সুযোগ দিতে চাই না। আমরা শান্তিপূর্ণভাবে রাস্তার ধারগুলোতে মানববন্ধন করব।”

এই খবরটিও পড়ুন

আন্দোলনকারী চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, ” আমরা পেয়েছিলাম, দ্রোহের কার্নিভাল প্রত্যাহার করে নেওয়ার জন্য। কিন্তু এটা করা মুশকিল। একদিকে ফূর্তি চলবে, আরেকদিকে ধর্ষণ, লুঠতরাজ চলবে, যাঁরা প্রতিবাদ করবে, তাঁদেরকেই পুলিশ পীড়ন করবে, এটা হতে পারে না।”

Next Article