AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu on TOTO: ‘ভোট পর্যন্ত টোটোর রেজিস্ট্রেশন করবেন না’, এক হাজারের ফি নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু

Suvendu Adhikari: পাল্টা তোপ দাগতে ছাড়ছে না শাসকদল। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলছেন, “টোটোকে রেগুলাইজ করা খুবই প্রয়োজন। শুভেন্দু তো অপদার্থ পরিবহন মন্ত্রী ছিল। তাই সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল নন। অনিয়ন্ত্রিত টোটো চলাচলের ফলে কলকাতা ও শহরতলির মানুষের নিত্যদিনের যন্ত্রণা বাড়ছে।”

Suvendu on TOTO: ‘ভোট পর্যন্ত টোটোর রেজিস্ট্রেশন করবেন না’, এক হাজারের ফি নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু
রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit: Social Media
| Edited By: | Updated on: Oct 15, 2025 | 1:14 PM
Share

কলকাতা: ছাব্বিশের নির্বাচনের আগে বঙ্গে এবার কি টোটো নিয়েও রাজনীতি? পুরোদমে শুরু হয়ে গেল শাসক-বিরোধী তরজা। ৩০ নভেম্বরের মধ্যে রাজ্যের সব টোটোর রেজিস্ট্রেশন করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। রেজিস্ট্রেশন ফি বাবদ দিতে হবে ১ হাজার টাকা। কিন্তু কেন এই রেজিস্ট্রেশন ফি নেওয়া হচ্ছে? প্রশ্ন তুলে টোটো চালকদের রেজিস্ট্রেশন করতে কার্যত নিষেধ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছাব্বিশে তাঁরা ক্ষমতায় এলে কী করবেন তারও ইঙ্গিত দিয়েছেন তিনি। তা নিয়েই শুরু হয়ে গিয়েছে তরজা। পাল্টা খোঁচা তৃণমূলেরও। 

শুভেন্দুর সাফ কথা, “রেজিস্ট্রেশন নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু কেন এক হাজার টাকা দিতে হবে? কেন প্রতি মাসে ১০০ টাকা দিতে হবে? আমি বলব কাউকে টাকা দেবেন না। বিধানসভা ভোট পর্যন্ত রেজিস্ট্রেশনও করবেন না। আমরা এলে পলিসি হবে। আমরা ঠিক পলিসি করে দেব।” 

এ নিয়ে যদিও পাল্টা তোপ দাগতে ছাড়ছে না শাসকদল। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলছেন, “টোটোকে রেগুলাইজ করা খুবই প্রয়োজন। শুভেন্দু তো অপদার্থ পরিবহন মন্ত্রী ছিল। তাই সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল নন। অনিয়ন্ত্রিত টোটো চলাচলের ফলে কলকাতা ও শহরতলির মানুষের নিত্যদিনের যন্ত্রণা বাড়ছে। রোজ কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে। একদিকে যেমন টোটো চালকদের দুর্ঘটনা রয়েছে, তেমনই যাত্রীদেরও ক্ষতি হচ্ছে।”

অন্যদিকে পরিবহন মন্ত্রী যদিও সাফ জানিয়ে দিয়েছিলেন গোটা প্রক্রিয়ায় একযোগে মাঠে নামবে পুলিশ, পরিবহন দফতর, ইউনিয়নগুলি। ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বরের মধ্যে চিহ্নিতকরণের কাজ চলবে। অনলাইনের পাশাপাশি সরকারি সহায়তা কেন্দ্র থেকেও এই কাজ করা যাবে। সব টোটোতেই থাকবে নম্বর প্লেট। অস্থায়ী এনরোলমেন্ট নম্বরের সঙ্গে থাকবে কিউআর কোডও।