Duare Sarkar: ১ সেপ্টম্বর থেকে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার, কোন কোন পরিষেবা মিলবে বিশদে জানুন

Duare Sarkar: এবারই প্রথম দুয়ারে সরকারের ক্যাম্প থেকে পরিযায়ী শ্রমিকদের নামও নথিভুক্ত করা যাবে বলে খবর। ১ মাস ব্যাপী চলা এই কর্মসূচীতে ছুটির দিনে কোনও আবেদন গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে।

Duare Sarkar: ১ সেপ্টম্বর থেকে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার, কোন কোন পরিষেবা মিলবে বিশদে জানুন
ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 03, 2023 | 4:59 PM

কলকাতা: ফের রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার (Duare Sarkar Camp)। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে  দুয়ারের সরকারের কাজ। বিজ্ঞপ্তি জারি করে ইতিমধ্যেই নবান্নের তরফে এ কথা জানানো হয়েছে। সূত্রের খবর, সপ্তম পর্যায়ের এই দুয়ারে সরকার প্রকল্পে ১ সেপ্টেম্বর থেকে ১৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। ১৮ থেকে ৩০ তারিখ পর্যন্ত সময়সীমা রাখা হচ্ছে পরিষেবা প্রদানের জন্য। এবারে মোট ৩৫টি পরিষেবা প্রদান করা হবে বলে খবর। ষষ্ঠ পর্যায়ে ৩৩ টি পরিষেবা প্রদান করা হয়েছিল। সূত্রের খবর, তালিকায় থাকছে দুটি নতুন স্কিম। এবারই প্রথম দুয়ারে সরকারের ক্যাম্প থেকে পরিযায়ী শ্রমিকদের নামও নথিভুক্ত করা যাবে বলে খবর। ১ মাস ব্যাপী চলা এই কর্মসূচীতে ছুটির দিনে কোনও আবেদন গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে। একইসঙ্গে কোনও রবিবারেই আবেদন পত্র গ্রহণ করা হবে না বলেও খবর।

দুয়ারে সরকার ক্যাম্প থেকে বিধবা ভাতা, মেধাশ্রী, ভবিষ্যতের ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যাবে। পাশাপাশি আবেদন করা যাবে মাইক্রো ইরিগেশন স্কিম, কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পে। তালিকায় রয়েছে জয় জোহর, তপসিলি বন্ধু, কৃষকবন্ধু, মেধাশ্রী, শিক্ষাশ্রী ও ঐক্যশ্রীর মতো একাধিক প্রকল্প। 

প্রসঙ্গত, এর আগে এ বছরই রাজ্য়ে ১ লক্ষ দুয়ারে সরকারের ক্যাম্প চালু করেছিল সরকার। চালু হয়েছিল হোয়াটসঅ্যাপ নম্বর। ১৮০০৩৪৫১৮৭ (1800345187) নম্বরে ফোন করে যে কোনও সমস্যা বা অভিযোগের কথা জানানো যেত। দুয়ারের সরকারের ক্য়াম্প থেকে কিষাণ ক্রেডিট কার্ড ও মৎস্যজীবী ক্রেডিট কার্ড,  স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ কার্ডের জন্য আবেদন করা যাবে। পাওয়া যাবে প্রতিবন্ধী শংসাপত্র, বিভিন্ন জাতিগত শংসাপত্র। জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আবেদন করা যাবে। আবেদন করা যাবে পাট্টার জন্যও।