Kolkata Police On Bangladesh: বাংলাদেশকাণ্ডে শহরের প্রায় ২৫০ জনের কাছে গিয়েছে লালবাজারের ফোন! খুব সতর্ক থাকুন…

Susovan Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 07, 2024 | 1:35 PM

Lalbazar: সোমবার বাংলাদেশে অস্থিরতা তৈরির দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতজোর করে আবেদন করেছিলেন যাতে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিমূলক পোস্ট করা না হয়। দায়িত্বশীল নাগরিকের কর্তব্য পালনের পরামর্শ দিয়েছিলেন তিনি।

Kolkata Police On Bangladesh: বাংলাদেশকাণ্ডে শহরের প্রায় ২৫০ জনের কাছে গিয়েছে লালবাজারের ফোন! খুব সতর্ক থাকুন...
লালবাজার

Follow Us

কলকাতা: বাংলাদেশ নিয়ে নিজের ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘বৈপ্লবিক’ পোস্ট করছেন? তাহলে একটু সাবধান হয়ে যান। কারণ লালবাজরের কড়া নজর কিন্তু আপনার দিকেও থাকতে পারে। একটু সতর্ক না হলেই কিন্তু আসতে পারে কলকাতা পুলিশের ফোন। তাই আবেগ প্রবণ হয়ে ভুয়ো ভিডিয়ো বা কোনও কিছু পোস্ট করার আগে যাচাই করুন একাধিকবার পরামর্শ খোদ পুলিশের।

সোমবার বাংলাদেশে অস্থিরতা তৈরির দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতজোর করে আবেদন করেছিলেন যাতে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিমূলক পোস্ট করা না হয়। দায়িত্বশীল নাগরিকের কর্তব্য পালনের পরামর্শ দিয়েছিলেন তিনি। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় কড়া নজরদারি। বাংলাদেশ ইস্যুতে অত্যন্ত কড়া লালবাজার। সোমবার থেকে প্রায় ২০০ থেকে ২৫০ নেটিজেনদের ফোন করে সতর্ক করা হয়েছে বলে খবর লালবাজার সূত্রে। বিশেষ বিশেষ ক্ষেত্রে ছবি এবং ভিডিয়ো মুছেও ফেলতে বলা হয়েছে।

বাংলাদেশের অশান্তির আঁচ যাতে এই রাজ্যে না পড়ে সেই নিয়ে অত্যন্ত তৎপর নবান্ন। মঙ্গলবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিব,স্বরাষ্ট্র সচিব এবং ডিজিকে নিয়ে মঙ্গলবার নবান্নে এক উচ্চপর্য়াযের বৈঠক করেন। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বর্ডারে বিএসএফ পাহড়া দিলেও সীমান্তবর্তী জেলাগুলিতে যাতে কোনও অশান্তি না দানা বাঁধতে পারে, তার দিকে বিশেষ নজর দেওয়ার কথা জানানো হয়েছে পুলিশকে।

 

 

 

 

 

 

Next Article