AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train Cancel: শনিবার রাত থেকে তারকেশ্বর লাইনে পাওয়ার ব্লক, ১৪ ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকবে ট্রেন চলাচল

আগামী শনিবার (১৩মে) রাত সাড়ে ১০টা থেকে রবিবার (১৪মে) বেলা ১২টা ৫৫ মিনিট পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে শেওড়াফুলি-তারকেশ্বর লাইনে। ওই লাইনে শেওড়াফুলি ও দিয়ারা স্টেশনের মধ্যে পাওয়ার ব্লক থাকবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।

Train Cancel: শনিবার রাত থেকে তারকেশ্বর লাইনে পাওয়ার ব্লক, ১৪ ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকবে ট্রেন চলাচল
প্রতীকী ছবিImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: May 11, 2023 | 1:30 AM
Share

হাওড়া: হাওড়া ডিভিশনের শেওড়াফুলি ও তারকেশ্বর স্টেশনের মধ্যে রক্ষণাবেক্ষণের জন্য ৮৫৫ মিনিট বন্ধ থাকবে ট্রেন। এর জেরে একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে ওই স্টেশনে। আগামী শনিবার (১৩মে) রাত সাড়ে ১০টা থেকে রবিবার (১৪মে) বেলা ১২টা ৫৫ মিনিট পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে শেওড়াফুলি-তারকেশ্বর লাইনে। ওই লাইনে শেওড়াফুলি ও দিয়ারা স্টেশনের মধ্যে পাওয়ার ব্লক থাকবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। এর জেরে হাওড়া থেকে তারকেশ্বর, গোঘাট ও আরামবাগের মধ্যে চলা একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

ফের ট্রাফিক ও পাওয়ার ব্লকের জন্য বন্ধ থাকবে লোকাল ট্রেন পরিষেবা। হাওড়া ডিভিশনের তারকেশ্বর লাইনে আগামী শনিবার রাত থেকে শুরু হচ্ছে এই পাওয়ার ব্লক। এর জেরে ৮৫৫ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকবে। অর্থাৎ ১৪ ঘণ্টারও বেশি সময় ট্রেন পরিষেবা বন্ধ থাকবে ওই লাইনে। রবিবার বেলা ১টা পর্যন্ত চলবে এই পাওয়ার ব্লক। এর জেরে হাওড়া থেকে ১৩ মে ৩৭৩৪৯, ৩৭৩৫১ এবং ৩৭৩৭৯ ট্রেন বাতিল থাকবে। গোঘাট থেকে ১৩ মে বন্ধ থাকবে ৩৭৩৭৮। এ ছাড়াও ১৪ মে হাওড়া থেকে তারকেশ্বর, আরামবাগ ও গোঘাটের একাধিক ট্রেন বাতিল থাকবে।

তবে তারকেশ্বের ও সিঙ্গুরের মধ্যে বেশ কয়েকটি শাটল লোকাল ট্রেন চালাবে রেল। সেই ট্রেনগুলি তারকেশ্বর ছেড়ে সিঙ্গুর আসবে এবং সিঙ্গুর থেকে ছেড়ে তারকেশ্বর ফিরে যাবে। তারকেশ্বর থেকে সাড়ে ৭টা ও ১০টায় ছাড়বে ট্রেন। সিঙ্গুর থেকে ৮টা ১০ মিনিট ও ১০টা ৪০ মিনিটে তারকেশ্বরের উদ্দেশে রওনা দেবে ট্রেন।