Ayan Sil: দীর্ঘ ৩৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ED গ্রেফতার করল শান্তনু ঘনিষ্ঠ ব্যবসায়ী অয়ন শীলকে
ED: ৩৭ ঘন্টার তল্লাশিতে ইডির নজর ছিল অয়ন শীলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আর্থিক লেনদেন সংক্রান্ত হিসেবের দিকেও। ইডি সূত্রের খবর, প্রায় ৫০ কোটি বা তারও বেশি লেনদেনের তথ্য পাওয়া গেছে অয়নের অফিস থেকে।
কলকাতা: দীর্ঘ ৩৭ ঘন্টার জিজ্ঞাসাবাদ এবং তল্লাশির গ্রেফতার পর শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী অয়ন শীল। সোমবার ভোর রাতে অয়নকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গ্রেফতার করে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র অফিসে। হুগলি জেলার বলাগড়ের তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের পরই ইডির স্ক্যানারে আসে অয়নের নাম। তিনি শান্তনুর ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। সল্টলেকের এফডি ব্লকের ৩৮৮ নম্বর বাড়িতে ছিল অয়নের অফিস। শনিবার সেখানেই হানা দেন ইডির অফিসাররা। এর পর দীর্ঘ ৩৭ ঘণ্টা এফডি ব্লকে অয়নের অফিসে চলে তল্লাশি এবং সেই সঙ্গে অয়নকে জিজ্ঞাসাবাদ। ইডি সূত্রে জানা গিয়েছে, সল্টলেকের এই বাড়ি থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত প্রচুর তথ্য উদ্ধার হয়েছে। পুরসভার নিয়োগ সংক্রান্ত ওএমআর শিট ও অনেক তথ্য মিলিছে বলে দাবি গোয়েন্দাদের।
সল্টলেকের বাড়ির পাশাপাশি ইডি তল্লাশি চালায় অয়নের দুটি বিলাসবহুল গাড়িতেও। এই গাড়ি দুটি অয়নের কোম্পানির নামে রেজিস্ট্রেশন করা আছে বলে ইডি সূত্রে জানা যাচ্ছে। দীর্ঘ ম্যারাথন তল্লাশির পর অয়নের এই অফিস থেকে পুরসভায় নিয়োগ সংক্রান্ত বিস্ফোরক তথ্য পেয়েছেন ইডি কর্তারা। ইডি সূত্রের দাবি, প্রায় ৬০ থেকে ৭০ টি পুরসভায় নিয়োগ প্রক্রিয়ার প্রশ্নপত্র এবং ওএমআর শিট পাওয়া গেছে। এ ছাড়াও বেশ কয়েকটি কম্পিউটারের হার্ড ডিস্ক এবং মোবাইল থেকেও প্রচুর তথ্য পেয়েছেন ইডি কর্তারা। অয়নের অফিসে থাকা কম্পিউটারে ডিজিট্যাল ফর্ম্যাটে প্রচুর তথ্য রয়েছে বলে দাবি। এই সব নথি নিয়ে অয়নকে ইডি জিজ্ঞাসাবাদ করলে তদন্তকারী অফিসারদের সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে জানা গিয়েছে।
৩৭ ঘন্টার তল্লাশিতে ইডির নজর ছিল অয়ন শীলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আর্থিক লেনদেন সংক্রান্ত হিসেবের দিকেও। ইডি সূত্রের খবর, প্রায় ৫০ কোটি বা তারও বেশি লেনদেনের তথ্য পাওয়া গেছে অয়নের অফিস থেকে। এ সব মিলতেই সোমবার ভোররাত সাড়ে ৩টে নাগাদ সল্টলেকের অফিস থেকে গ্রেফতার করে অয়ন শীলকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। সেখানেই তাঁকে পরবর্তী পর্যায়ের জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর।
অয়ন শীলের গ্রেফতারির প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, “পুরসভায় নিয়োগগুলি খতিয়ে দেখুন। তৃণমূল করে না, এ রকম একজনও চাকরি পেয়েছে?”