কলকাতা: রেশন দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক আপাতত এসএসকেএম-এ ভর্তি রয়েছেন। তবে রেশন দুর্নীতিকাণ্ডে এবার তাঁর মেয়েও পড়তে পারেন ইডি-র নজরে। হাসপাতালে থাকাকালীন মেয়েকে দেওয়া চিঠি ইতিমধ্যেই হাতে পেয়েছেন গোয়েন্দারা।
ইডির তরফে জানা গিয়েছে, সেই চিঠিতে লেখা রয়েছে শঙ্কর সহ আরও দুজনের নাম। দরকারে তাঁদের কাছ থেকে টাকা চাওয়ার পরামর্শ প্রিয়দর্শিনীকে দিয়েছেন জ্যোতিপ্রিয়। সূত্রের খবর, ওই রহস্যময় ব্যক্তি কারা তা জানতে বালু কন্যাকে তলব করতে পারেন গোয়েন্দারা। শুধু তাই নয়, তাঁদের কাছে জ্যোতিপ্রিয়র কত টাকা গচ্ছিত রয়েছে সেই প্রশ্নও করতে পারেন গোয়েন্দারা।
প্রসঙ্গত, শনিবার মধ্যরাতে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হন বালু ঘনিষ্ঠ তৃণমূল নেতা শঙ্কর আঢ্য। গতকাল আদালতে ইডি দাবি করে, যে দিন জ্যোতিপ্রিয়র কেবিন থেকে সিসিটিভি তুলে নেওয়া হয়, সেই দিনই প্রিয়দর্শিনী দেখা করেন বাবার সঙ্গে। পরবর্তীতে জ্যোতিপ্রিয়র মেয়ের থেকে ওই চিঠি উদ্ধার করা হয়। সেই চিঠি লিখেছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় বলে দাবি ইডির। সেখানে লেখা ছিল,’টাকার প্রয়োজন পড়লে ডাকু আর শাহজাহানের কাছে যাস’। ইডি-র দাবি ডাকু ও শাহজাহান ছাড়াও চিঠিতে আরও দুই রহস্যময় ব্যক্তির নাম রয়েছে। তারা কারা এবং কত টাকা তাদের কাছে রয়েছে সেই তথ্যই পেতে বালুকন্যাকে তলব করতে পারে ইডি।