ED Raid: কুয়াশার কাটার আগেই কলিং বেল বাজাল ED, এবার কলকাতার কোন বড় মুখের বাড়িতে তদন্তকারীরা?

Aritra Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 18, 2024 | 10:42 AM

ED Raid: এই মুহূর্তে বেশকিছু নথি নিয়ে সেখানে প্রদীপ সিং এর আত্মীয়কে সাথে নিয়ে তল্লাশি চালাচ্ছে ইডি। অন্য আরেকটি B6 ফ্ল্যাটে পৌঁছে যান আরেকটি ইডি টিম। যেটি প্রসন্ন রায়ের ফ্ল্যাট, যে ফ্ল্যাট রয়েছে তার মা এর নামে।

ED Raid: কুয়াশার কাটার আগেই কলিং বেল বাজাল ED, এবার কলকাতার কোন বড় মুখের বাড়িতে তদন্তকারীরা?
তদন্তে ইডি আধিকারিকরা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ফের তৎপরতা ইডির। বৃহস্পতিবার সাত সকালে নিউটাউনের বলাকা আবাসনে ইডি গোয়েন্দারা। আবাসনে ঢুকেই দুটি পৃথক টিমে ভাগ ইডি গোয়েন্দারা। একটি টিম আবাসনের A8 ফ্ল্যাটে, যেখানে প্রদীপ সিং এর পরিবার থাকে। পরিবারের সঙ্গে কথা বলার পরেই অন্য একটি ফ্ল্যাটে যান A5 এ। এই মুহূর্তে বেশকিছু নথি নিয়ে সেখানে প্রদীপ সিং-এর আত্মীয়কে সঙ্গে নিয়ে তল্লাশি চালাচ্ছে ইডি। অন্য আরেকটি B6 ফ্ল্যাটে পৌঁছে যান আরেকটি ইডি টিম। ওই ফ্ল্যাটটি প্রসন্ন রায়ের মায়ের নামে রয়েছে। তালা বন্ধ ওই ফ্ল্যাট। আবাসনের সেক্রেটারিকে ডেকে শুরুতেই কথা বলেছেন ইডি আধিকারিকরা।

নিউটাউনের অভিজাত এলাকার বিজ়নেস টাওয়ারের চতুর্থ তলায় প্রসন্ন রায়ের অফিস SDD ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের অফিসে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। তবে সেখানে পৌঁছে অফিসে ঢোকার জন্য তিন ঘণ্টা অপেক্ষা করতে হয় তাঁদের। পরে তাঁদেরই এক কর্মী আসেন। তাঁকে সার্চ ওয়ারেন্ট দেখিয়ে ‘অপারেশন’ শুরু করেন তদন্তকারীরা।

এবার প্রশ্ন কে এই প্রসন্ন রায়? প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ঘনিষ্ঠ প্রসন্ন। নিয়োগ দুর্নীতিতে এর আগে সিবিআই গ্রেফতার করে ওই পার্থ ঘনিষ্ঠকে। তিনি নিয়োগ দুর্নীতির মিডলম্যান ছিলেন। পরে তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পান। পার্থর বাড়িতে যাতায়াত ছিল প্রসন্ন। সেই সুবাদে নিয়োগ দুর্নীতিতে ধৃ-ত এসপি সিনহার সঙ্গেও যোগাযোগ ছিল প্রসন্নর।  তদন্তকারীদের দাবি,   রংমিস্ত্রি প্রসন্ন বর্তমানে কোটি টাকার সাম্রাজ্যের মালিক। ইতিমধ্যেই তাঁর ৮৩টি সেল কোম্পানির হদিশ পেয়েছেন তদন্তকারীরা, সঙ্গে ৬ টি প্রাইভেট লিমিটেড।তাঁর রেন্টাল কার সার্ভিসের ব্যবসা ছিল। তাঁর সংস্থার একাধিক গাড়ি শিক্ষা দফতরে ভাড়ায় খাটত। এসএসসি-র চাকরির মিডলম্যান প্রসন্নর হয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা তুলত প্রদীপ সিং। পার্থ চট্টোপাধ্যায়ের কাছে টাকা পৌঁছে দিতেন প্রসন্ন। সেই সূত্রেই আবারও লাইমলাইটে প্রসন্ন।

Next Article