ED Raid Rathin Ghosh House: পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি

Rathin Ghosh: ইডি সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নাম জড়ায় রাজ্যের মন্ত্রীর। গোয়েন্দা আধিকারিকদের দাবি, পুর নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম কিংপিন অয়ন শীল তাঁর বয়ানে রথীন ঘোষের নাম উল্লেখ করেছেন। সেই কারণেই তল্লাশি বলে প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে।

ED Raid Rathin Ghosh House: পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি
খাদ্যমন্ত্রী রথীন ঘোষImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 05, 2023 | 8:35 AM

কলকাতা: সাত সকালে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি-র হানা। তাঁর মাইকেল নগরের বাড়িতে পৌঁছে গিয়েছে ইডি-র বিশেষ তদন্তকারী দল। পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে এই প্রথম কোনও মন্ত্রীর বাড়িতে চলছে তল্লাশি অভিযান। জানা যাচ্ছে, মন্ত্রীর বাড়ি সহ ১৩ জায়গায় চলছে তল্লাশি। সূত্রের খবর, আজ সকাল নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে ইডি-র একাধিক দল বের হয়। তাদের মধ্যে দশজনের একটি দল খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে গিয়েছে। সঙ্গে রয়েছে সিআরপিএফ জওয়ানরাও। এ দিন, মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও সূত্রের খবর।

ইডি সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নাম জড়ায় রাজ্যের মন্ত্রীর। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন তিনি। গোয়েন্দা আধিকারিকদের দাবি, পুর নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম কিংপিন অয়ন শীল তাঁর বয়ানে রথীন ঘোষের নাম উল্লেখ করেছেন। সেই কারণেই তল্লাশি বলে প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে। বস্তুত, এ দিন মন্ত্রীর বাড়ি ছাড়াও, শহর এবং শহরতলীর বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। শুধু তাই নয়, রথীন অনুগামীদের বাড়িতেও চালানো হচ্ছে অভিযান।

বস্তুত, অয়ন শীলের সংস্থা কীভাবে বছরের পর বছর কীভাবে পুরসভাগুলির টেন্ডার পেয়েছে সেই বিষয়ে তদন্ত করতে গিয়েই সন্দেহ দানা বাঁধে গোয়েন্দাদের। একমাত্র অয়ন শীলের সংস্থা যাঁরা নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকেছে। এরপর অয়ন শীল গ্রেফতার হতেই তাঁর বয়ানে রথীন ঘোষ ছাড়াও একাধিক রাজনৈতিক নেতার নাম উঠে এসেছে বলে ইডি সূত্রে খবর। গোয়েন্দারা মনে করছেন, এ দিনের তদন্তের পর বেশ কিছু নথি হাতে আসতে চলছে তাঁদের। যা থেকে তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে।